scorecardresearch

সালাম-নমস্কারে ঈদের শুভেচ্ছা, প্রখর রোদেও মন্নতের বারান্দায় ভালবাসার টানে শাহরুখ

এই রোদেও বেরলেন…? শাহরুখকে বাহ-বাহ অনুরাগীদের

shah rukh khan, srk eid at mannat, shah rukh in eid
শাহরুখের ঈদ

শাহরুখ ফ্যানদের ঈদ সম্পূর্ন। প্রখর রোদেও তিনি যেন নিরাশ করলেন না ভক্তদের। মুম্বাইয়ে তাঁকে দেখা গেলে যেন ঈদ সম্পূর্ন হয় না, শাহরুখ ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

ঈদের দিন সকালে, প্রতিবারের মতো এবারও শাহরুখ মন্নতের বারান্দায়। শাহরুখের বারান্দায় ঈদের দিন তিনি এসে না দাঁড়ান তবে আর কিসের উৎসব? সাদা জেঞ্জি, রোদচশমা, শাহরুখ এদিন দেরি না করেই ব্যালকনিতে এসে দাঁড়ালেন। সঙ্গ দিলেন ছোট ছেলে আব্রাম। বারান্দায় উঠে সেই আইকনিক পোজেই হাত নাড়ালেন, সালাম দিলেন এমনকি হাত জোর করে প্রণাম করলেন।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ নিজেও শেয়ার করেছেন সেই ছবি। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখলেন, “এই বিশেষ দিনে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। এবার শুধু ভালবাসা দেওয়ার সময়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ঈদ মোবারক” । কিং খানকে ঈদের শুভেচ্ছা জানাতে মন্নতের সামনে অগুন্তি তাঁর ভক্তরা। চিৎকার, হৈ হুল্লোর – যেন চাঁদ নেমেছে সেখানেই।

এবছর নয়, বরং প্রতিবারই ভক্তদের উদ্দেশ্যে শাহরুখ ঈদের শুভেচ্ছা দিতে বেরিয়ে আসেন বারান্দায়। এবার আরও স্পেশ্যাল। পাঠান ছবির নজরকাড়া সাফল্য, ১০০০ কোটির মাইলস্টোন সব মিলিয়ে এই ঈদ খুবই অন্যরকম শাহরুখ এবং তাঁর ভক্তদের।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khan eid celebration in mannat fans cheering