Advertisment
Presenting Partner
Desktop GIF

হুইলচেয়ার-ভেন্টিলেটারও দমাতে পারেনি, শাহরুখের ডাকে সারা দিলেন ভক্ত! আপ্লুত কিং খান

গতকাল ১৭ কোটির ব্যবসা করেছে এই ছবি, অব্যাহত জওয়ান ম্যাজিক

author-image
Anurupa Chakraborty
New Update
dunki, srk dunki will relASE

আপ্লুত কিং খান

ভালবাসা ঠিক কেমন হয়, একথা যেন আরেকবার প্রমাণ করলেন শাহরুখ খান। তাঁকে ভালবেসে মানুষ কত কিছুই না করতে পারেন। তাঁর অনুরাগীদের মধ্যে যে অপার ভালবাসা, না দেখলে বোঝাই যায় না।

Advertisment

একবার নয়, কেউ কেউ জওয়ান দেখে ফেলেছেন অন্তত ৫/৬ বার। কিন্তু, উচ্ছাস আজও কমে নি। ১১ দিন পার। শাহরুখ ম্যাজিক অব্যাহত। গতকাল এই ছবি ৭৯৭ কোটির ব্যবসা করেছিল। সিনেমাহলে, আজও নাচানাচি। ফ্যানেরা উৎসাহের সঙ্গে বারবার দেখছেন এই ছবি। উৎফুল্লতা একেবারেই কমছে না। বরং শাহরুখের জন্য কী কী করছেন তাঁর ভক্তরা! জানলেও অবাক হবেন।

ভেন্টিলেটর নিয়েই এক ভক্ত শাহরুখের ছবি দেখতে গেলেন। শাহরুখের এই ভক্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন, তারপরও কিং খানের ডাকে সাড়া না দিয়ে পারলেন না। হুইল চেয়ারে বসেই তিনি শাহরুখের ছবি দেখতে গেলেন। তাঁকে নিয়েও হইচই। ফ্যান ক্লাবের তরফে তাঁর একটি ভিডিও পোস্ট করেই বলা হয়.. প্রসঙ্গে যখন শাহরুখ খানের তখন, মাথা নয় মন কাজ করে। এই মানুষটিকে দেখে শিখুন। তিনি এই অবস্থায় শাহরুখের ছবি দেখতে এসেছেন।

আরও পড়ুন - বিয়ের সাজ, দেবলীনাকে জড়িয়ে ভাস্বর! চার হাত এক হল দুজনের?

ঘটনা নজর এড়ায়নি শাহরুখের নিজেরও। অভিনেতা এমনিও জওয়ানের সাফল্যে উচ্ছ্বসিত। চার বছর পরে ফিরেও তাঁকে যে এত ভালবাসা দেবেন সকলে, ভাবতেই পারেননি তিনি। শুধু অগাধ আস্থা ছিল সকলের ওপর। তাই তো, তাঁর এই ভক্তকে বললেন...তোমায় অনেক ধন্যবাদ আমার বন্ধু। ঈশ্বর তোমার সব ইচ্ছে পূরণ করুন। আমি ধন্য তোমার এই অপার ভালবাসায়। আশা করছি তুমি আমার ছবি উপভোগ করেছ।

আরও পড়ুন - ‘হোটেল রুমে কী করছিল দুজনে? চার ঘণ্টা লাগে!’ বিস্ফোরক সায়ন্তিকা-জায়েদের প্রযোজক

প্রসঙ্গত, কিং খান এবছরের শুরুতে এসেছিলেন পাঠান নিয়ে। এখন ঝড় তুলেছে জওয়ান। ডিসেম্বরে নাকি রিলিজ করতে চলেছে রাজু হিরানির বহু প্রতীক্ষিত ছবি ডানকী। সেই ঘোষণাও করেছেন শাহরুখ। সামনে, আরও নতুন ছবির অপেক্ষারত কিং খান। সলমনের সঙ্গে ক্যামিও করতে চলেছেন টাইগার থ্রি ছবিতেও। কানাঘুষো, খবর তিনি এবং ভাইজান যশ রাজ ফিল্মস এর একটি স্পাই থ্রিলারে অভিনয় করতে চলেছেন।

bollywood SRK Birthday Entertainment News
Advertisment