/indian-express-bangla/media/media_files/2025/03/10/EDsMVj3bhKQG8K0Wvlj8.jpg)
Shreya - SRK: শাহরুখের সঙ্গে কী কথা হল শ্রেয়ার? Photograph: (Instagram / শ্রেয়া ঘোষাল )
Shah Rukh Khan-Shreya Ghoshal: শাহরুখ খান কেন যে কিং খান, সেকথা তিনি বারবার প্রমাণ করে। গতকাল যেন সেই একইরকম দৃশ্য দেখা গেল। শাহরুখ মানেই যে নিদারুণ সুন্দর একটা অ্যাটমস্ফিয়ার থাকবে, একথা বলতেই হয়। আর গতকাল IIFA-র মঞ্চে শাহরুখ-মাধুরী নিজেরা যেভাবে পারফর্ম করেছেন, তাতে অনেকেই বাহ বাহ করেছেন।
কিন্তু, গায়িকা শ্রেয়া ঘোষাল যেন আবেগে আপ্লুত। একেই তিনি কিং অফ হার্টস। আর শ্রেয়া তাঁর কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখের ছবি দিয়ে। সেখানে, 'ব্যারি পিয়া' গান গেয়ে সকলকে মুগ্ধ করেছিলেন তিনি। এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। কিন্তু, সঙ্গীত জীবনের এতবছর পরে এসে লাইফটাইম মুহূর্ত বাঁচলেন তিনি। কারণ, শাহরুখের সঙ্গে দারুণ সময় কাটালেন তিনি।
শাহরুখ দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন গ্রিন কার্পেটে। সামনে থেকে শ্রেয়াকে আসতে দেখেই আদরের সঙ্গে জড়িয়ে ধরলেন। তাঁর গালে হাত রেখে আদুরে অর্থে জিজ্ঞেস করলেন, বাচ্চা কেমন আছো? আর শাহরুখের সঙ্গে এই সুন্দর মুহূর্ত নিজের সমাজ মাধ্যমে শেয়ার করলেন শ্রেয়া। তিনি বলছেন...
এটা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার নম্রতা এবং স্নেহ দেখে আমি সর্বদা মুগ্ধ - মেগা তারকা শাহরুখ সকলের কাছেই এ কারণে প্রিয়!! সবুজ গালিচায় তিনি আমাকে উষ্ণ আলিঙ্গন এবং আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, 'কেমন আছো তুমি', এটা আমার সবচেয়ে উষ্ণ স্মৃতিগুলির মধ্যে একটি।"
এরপরেই তিনি যান ২৩ বছর আগের কথা। গায়িকা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখের দেবদাস ছবির মাধ্যমে। আর এখনও তাঁর ছবিতে গান গেয়ে চলেছেন। তিনি আরও লিখছেন, "২৩ বছর আগে দেবদাস সিনেমা দিয়ে তার সাথে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল!! আর এবারের IIFA-তে আমি জীবনের দশম পুরস্কার পেলাম। আমার একটা বৃত্ত সম্পূর্ণ হল।"
প্রসঙ্গে, দুদিন ধরে শাহরুখের অপেক্ষায় ছিল গোটা জয়পুর। তিনি সবার আগে পৌঁছেছিলেন সেখানে, তবে, যে পারফরমেন্স তিনি দিয়েছেন, তা দেখার মতো।