scorecardresearch

‘পাঠান’-এর বক্সঅফিস কালেকশন কত? পাল্টা শাহরুখের খোঁচা, ‘তোর অ্যাকাউন্ট কী বলছে?’

‘পাঠান’-এর আয় নিয়ে সন্দেহপ্রকাশ! মোক্ষম জবাব দিলেন কিং খান।

SHAH RUKH KHAN, PATHAAN, ASKSRK, PATHAAN NEWS, PATHAAN SHAH RUKH KHAN, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN 1000 CRORE, PATHAAN YASH RAJ FILM, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, DEEPIKA PADUKONE, JOHN ABRAHAM, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, PATHAAN SUCCESS IN KOLKATA, PATHAAN SUCCESS IN MUMBAI, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, শাহরুখ খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, জন আব্রাহাম, পাঠান রেকর্ড, বলিউডের খবর
১০০০ কোটি আয় 'পাঠান'-এর

পর্দায় বছর চারেক বাদে প্রত্যাবর্তন। আর ফিরেই ৫৭ বছরের মানুষটি যে ভেলকি দেখালেন তাতে তাজ্জব বনে গেল গোটা বিশ্বের রঙ্গমঞ্চ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিন্দি সিনেজগতের সমস্ত রেকর্ড। নয়া মাইলফলক লিখলেন শাহরুখ খান। আর বলিউডের সেই বেতাজ বাদশার সিনেমার রেকর্ড ব্যবসা নিয়ে কেউ যদি সন্দেহ প্রকাশ করেন, তাহলে যে স্বাভাবিকভাবেই তিনি চটবেন তা বলাই বাহুল্য।

রিলিজের ৯ দিন বাদেও বক্সঅফিসে দৌঁড়চ্ছে ‘পাঠান’। ইতিমধ্যেই গোটা বিশ্বে ৭০০ কোটি টাকার ওপর কামিয়ে ফেলেছে। ১০০০ কোটির ক্লাবে ঢোকা অপেক্ষা মাত্র! সলমন, আমির খানদের রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছে ‘পাঠান’। সিনেমার এমন গগনচুম্বী সাফল্যে বয়কট গ্যাং-ও নিদ্রা গিয়েছে। তবে বক্সঅফিসে ‘পাঠান’-এর কামাইয়ের অঙ্ক দেখে নিন্দুক-সমালোচকরা সম্ভবত এখনও বিশ্বাস-ই করতে পারছেন না। তাই শাহরুখকেই সোজাসুজি প্রশ্ন ছুঁড়ে বসেন- “‘পাঠান’-এর আসল আয় কত?”

[আরও পড়ুন: ‘৪০ বছর বিরতি নিলেও শাহরুখ হিট’, বললেন ‘কোণঠাসা’ বাংলা সিনেমার অভিনেতা অনির্বাণ]

কিং খানও ছেড়ে দেওয়ার পাত্র নন। তাঁর কথার মারপ্যাঁচের দক্ষতার সঙ্গে এযাবৎকাল সকলেই পরিচিত। পাল্টা ওই নেটিজেনকেই শাহরুখ খোঁচা মেরে প্রশ্ন ছোঁড়েন- “তোর অ্যাকাউন্ট কী বলছে?” শুধু তাই নয়, পাশাপাশি ‘পাঠান’-এও বলেন যে, “৫০০০ কোটি ভালবাসা। ৩০০০ কোটি প্রশংসা। ৩২৫০ কোটি আলিঙ্গন। ২ বিলিয়ন মানুষের মুখে হাসি। আর হ্যাঁ এখনও গুনে যাচ্ছি..।”

প্রসঙ্গত, ‘পাঠান’ রিলিজের পর প্রথম AskSRK সেশন করেন শাহরুখ। সেখানেই অনুরাগীদের সঙ্গে সোজাসুজি কথা বলেন। সেই পর্বেই জনৈক এমন প্রশ্ন ছোঁড়েন। পাল্টা কষিয়ে উত্তরও দিলেন শাহরুখ। উল্লেখ্য, রিলিজের আগে তাঁর এই ফর্মুলাই যে সিনেমাকে রাতারাতি সুপারহিট করে দিয়েছে, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khan has befitting reply for twitter user who doubts pathaans box office numbers