SRK-Suhana-Agastya: কালো হুডির আড়ালে শাহরুখ, খান পরিবারের 'ভ্যাকেশন'-এ ফার্মহাউজে সুহানার সঙ্গী অমিতাভের নাতি?

SRK Family vacation: আলিবাগের ফার্মহাউজে ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন শাহরুখ। ফেরার পথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খান পরিবারের কোন মুহূর্ত?

SRK Family vacation: আলিবাগের ফার্মহাউজে ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন শাহরুখ। ফেরার পথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খান পরিবারের কোন মুহূর্ত?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srk birthday

খান পরিবারের 'ভ্যাকেশন'-এ ফার্মহাউজে সুহানার সঙ্গী অমিতাভের নাতি?

SRK Family Return From vacation: শাহরুখ খান,  একদিকে যেমন বলিউডের কিং তেমনই আবার পারফেক্ট ফ্যামিলি ম্যান। কাজের অবসরে পরিবারের সঙ্গে সময় কাটান। স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে যান বলিউজের বাদশা। ক্রিসমাসেও আব্রাম, সুহানা, গৌরী খানকে নিয়ে আলিবাগের ফার্মহাউজে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ। ফেরার সময় কালো হুডিতে মুখ ঢেকে ফিরলেন শাহরুখ।

Advertisment

দিল্লির ইন্ডিয়া গেটের সামনে জেটি থেকে নামতেই সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হন সুপারস্টার শাহরুখ খান। তাঁর দিকে তো ভক্তদের নজর থাকেই, তবে এবার শাহরুখের কোলের মিষ্টি পোষ্যটিরও প্রেমে পড়ে গেল অভিনেতার অনুরাগীরা। ভিড়ের মাঝে ছোট্ট আব্রামের হাত ধরে রয়েছেন গৌরী। 

Advertisment

কড়া নিরাপত্তার বেষ্টনীতে জেটি থেকে বেরিয়ে যাচ্ছেন শাহরুখ। হুডির আড়ালে মুখ দেখার উপায় নেই বললেই চলে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। কালো টিশার্টের সঙ্গে মানানসই হুডি আর ঢিলেঢালা জিন্সে ক্যাজুয়াল লুকে প্যাপেদের লেন্সবন্দি হন বলিউড বাদসা শাহরুখ খান।

পোষ্যকে আগলে জেটি তেকে নেমে গাড়ির দিকে হাঁটছেন শাহরুখ। অপর ভিডিও-তে দেখা যাচ্ছে গৌরী খানের হাত ধরে রয়েছে শাহরুখ পুত্র। ভিড় ঠেলে সেখান থেকে বেরচ্ছেন তাঁরা। আব্রামের পরনে নীল জার্সি আর সাদা শর্টস। আর গৌরী পরেছিলেন, হলুদ জ্যাকেটের সঙ্গে সাদা শার্ট। সঙ্গে কালো জিন্স। শাহরুখের আদুরে কন্যা সুহানার গর্জাস লুকও কিন্তু, পাপারাৎজ্জিদের নজর এড়ায়নি।

কালো স্লিভলেস ক্রপ টপের সঙ্গে নীল রঙের ব্যাগি জিন্সে সুপারকুল সুহানা খান। সঙ্গে ছিলেন তাঁর তুতো বোন আলিয়া ছিব্বা। উল্লেখ্য, সম্প্রতি সুহানার সঙ্গে দিল্লির গেটওয়ের সামনে দেখা যায় অমিতাভের নাতনি অগস্থ নন্দকে। শাহরুখের আলিবাগের ফার্ম হাউজের দিকেই যেতে দেখা যায় তাঁদের।

বিটাউনের অন্দরে কান পাতলেই সুহানা-অগস্থর প্রেমের কানাঘুষো শোনা যায়। শাহরুখকে শেষ দেখা গিয়েছে ডাঙ্কি-তে। এই ছবিতে শাহরুখের সঙ্গে ছিলেন ভিকি কৌশল ও তপসী পান্নু। এই মুহূর্তে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুকের ডাঙ্কি। 

Shah Rukh khan Bollywood News Gauri Khan Bollywood Actor Bollywood Couple Bollywood Celeb Home