New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/srk-1.jpg)
রেকর্ড করলেন শাহরুখের দলবল
ওয়ার্ল্ড রেকর্ড করলেন শাহরুখ এর দলবল, বাইরে বেড়িয়ে সঙ্গ দিলেন কিং খান
রেকর্ড করলেন শাহরুখের দলবল
তিনি শাহরুখ খান, তাঁর অনুরাগীদের করিস্মা দেখার মত। শুধু দেশে নয়, বিদেশ জুড়ে ছড়িয়ে আছে তাঁর অগণিত ভক্তরা। এবার তাঁদের কেরামতিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল শাহরুখের।
রেকর্ড বানিয়ে ফেললেন শাহরুখের ভক্তরা। আগামী রবিবার একটি চ্যানেলে প্রিমিয়ার হতে চলেছে শাহরুখের 'পাঠান'। তাঁর আগেই একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল চ্যানেল কর্তৃপক্ষ। পরনে কালো রঙের 'পাঠান' লেখা টিশার্ট, সেই জামা পরেই মন্নতের সামনে 'ঝুমে জো পাঠান' গানে নাচলেন ভক্তরা। প্রায় ৩০০ জন যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে।
বারান্দায় বেরিয়ে আসেন শাহরুখ। সেখান থেকেই নিজের আইকনিক পোজ দেন, 'পাঠান' গানে পা মেলান। মুম্বইয়ের রাস্তায় ৩০০ জন শাহরুখের সঙ্গে একইভাবে পোজ দেন। তারপরই গিনেস বুকে নিজেদের জায়গা কায়েম করে নিলেন শাহরুখ ভক্তরা। ওয়ার্ল্ড রেকর্ডের তরফে ঘোষণা করা হয় এটি একটি নিদর্শন হয়ে থাকল। একজন তারকার ভক্তরা একসঙ্গে নাচলেন। তাঁর আইকনিক পোজ দিলেন।
আরও পড়ুন < যেন প্রাণেরও বেশি কাছের, মৃত্যুর কয়েকদিন আগেই বোন আশাকে ‘অমূল্য’ উপহার দেন লতা >
২০২৩ সালের সবথেকে বড় ব্লকবাস্টার ছবি পাঠান। ১০০০ কোটির ক্লাবে দাখিল হয়েছে এই ছবি। স্বাধীনতা পরবর্তীতে প্রথম হিন্দি ছবি হিসেবে রিলিজ করেছে বাংলাদেশে। সামনের জুলাই মাসে রাশিয়াতে রিলিজ করবে এই ছবি।