'এবার তো আসল মজা...', ঝড়ো হাওয়া, শিকলে বাঁধা শাহরুখ! হচ্ছেটা কী?

ফের এক নতুন ছবি? শাহরুখ বললেন...

author-image
Anurupa Chakraborty
New Update
shah rukh khan for his new upcoming, jawan, teasewr

কী হল শাহরুখের?

মজা তো এবার আসবে.. ফের নতুন ভূমিকায় শাহরুখ! কিং খানের অভিনয় অ্যাকশনের জাদু ফের আরেকবার চলবে? সোশ্যাল মিডিয়ায় নিদারুণ টুইস্ট।

Advertisment

কিং খান শেষ কিছুদিন ঝড় তুলেছেন বক্স অফিসে। জওয়ান রিলিজ করার পর থেকেই চূড়ান্ত উন্মাদনা ভক্তদের মধ্যে। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার। শাহরুখের এবছরের দ্বিতীয় রিলিজ, আর তাতে তিনি যে ফুল মার্কস পেয়েছেন তা বলাই যায়। শেষ কিছুদিনে, একাই হল কাপাচ্ছেন শাহরুখ। তবে, এবার নাকি নতুন ভূমিকায়? শাহরুখ খানের নতুন একটি ভিডিও দেখে ঠিক তেমনই মনে হচ্ছে!

চেন দিয়ে বাঁধা শাহরুখ। সামনে বসে রয়েছে একজন ছেলে। অন্ধকার, ঝড়ো হাওয়া...শাহরুখ টাল মাটাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। ঠিক এমন সময়েই তাঁকে বলতে শোনা গেল.. মজা তো অব আয়েগা ( এবার তো মজা আসবে )। শাহরুখ কি তবে এবার নতুন ভূমিকায়? একথা অজানা নয়, যে তিনি টাইগার থ্রি ছবিতে ক্যামিও করছেন। এমনকি আগামী বছর পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জোট বেঁধে ডানকী আনছেন তিনি। তাহলে এটা কি নতুন কিছু?

Advertisment

যদিও, এই প্রসঙ্গে এখনও শাহরুখ নিজে কিছু জানান নি। আদৌ কোনও বিজ্ঞাপন, নাকি ছবি, আবার ওয়েব সিরিজও হতে পারে। শাহরুখ, নতুন বিষয় এক্সপ্লোর করতে শুরু করেছেন। প্রায় দীর্ঘ সময় পর রোমান্স ছেড়ে তিনি অ্যাকশনে মন দিয়েছেন। তাই সিরিজও হতেই পারে।

প্রসঙ্গত, শাহরুখের বিশ্বাস ছিল তিনি যখন ফিরবেন, দর্শক তাঁকে মন থেকে স্বাগত জানাবেন। এর আগেও, তাঁকে এই সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছিলেন তিনটি ছবিই সুপার ডুপার হিট হবে। এছাড়াও , সামনে রাজু হিরানির ছবিতে দেখা যাবে তাঁকে। শাহরুখ এই প্রথম কাজ করছেন থ্রি ইডিয়ট পরিচালকের সঙ্গে। এবছরই রিলিজ করার কথা ছিল সেই ছবি। যদিও তাঁর মুক্তি পাওয়ার তারিখ শাহরুখ সামনের বছরই পিছিয়ে দিয়েছেন।

bollywood Entertainment News SRK Birthday