Shah Rukh Khan-Virat Kohli: শাহরুখের সঙ্গে নেচে বাজিমাৎ বিরাটের, রিঙ্কু 'লুট-পুট' হতেই হেসে খুন কিং কোহলি

Virat and rinku dances with SRK: বিরাট কোহলিকে ডেকে শাহরুখ যা করলেন.. যেন মাহফিল সেজে উঠল। শাহরুখ স্পিচের শুরুতেই বাংলায় সকলকে জিজ্ঞেস করলেন, কেমন আছো কলকাতা?

Virat and rinku dances with SRK: বিরাট কোহলিকে ডেকে শাহরুখ যা করলেন.. যেন মাহফিল সেজে উঠল। শাহরুখ স্পিচের শুরুতেই বাংলায় সকলকে জিজ্ঞেস করলেন, কেমন আছো কলকাতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan in Eden gardens for ipl match RCB and kkr virat kohli and rinku dances with him

SRK-Virat: শাহরুখের গানে নাচ দুই ক্রিকেটারের Photograph: (Instagram)

কলকাতার ময়দানে বিরাট কোহলির সঙ্গে শাহরুখ খান! এর চেয়ে বড় আনন্দ আর ভক্তদের কিছু হতে পারে? ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, সেখানে শাহরুখ বিরাটকে দেখে কী কথপোকথন করলেন? বিরাটের সঙ্গে এমনিও শাহরুখের সম্পর্ক ভাল। অনুষ্কার সূত্রে দুজনে দারুণ মুহূর্ত কাটিয়েছেন।

Advertisment

এবার, বিরাট কোহলিকে ডেকে শাহরুখ যা করলেন.. যেন মাহফিল সেজে উঠল। শাহরুখ স্পিচের শুরুতেই বাংলায় সকলকে জিজ্ঞেস করলেন, কেমন আছো কলকাতা? তারপরই তিনি ডেকে নেন বিরাটকে। তাঁকে জড়িয়ে ধরেন। প্রশ্ন রাখেন, ক্রিকেটের জেনারেশন গোল্ডের মানুষ তিনি, আগামী প্রজন্মকে নিয়ে কী ভাবেন, উত্তরে বলেন...

"আমরা এখনও আছি, আগামী প্রজন্ম তো ভালই।" বিরাটের সঙ্গে কথপোকথন চলাকালীন শাহরুখ জানিয়ে দেন, তিনিই একমাত্র খেলোয়াড় যিনি ১৮ বছর একই দলে খেলছেন। তাই এটা তাঁরও জন্মদিন। এরপরই তিনি ডেকে পাঠান জেনারেশন বোল্ড এর সদস্য রিঙ্কু সিংকে। তারপরই শুরু হয় শাহরুখের নাচ। কিং খান জানান, রিঙ্কু নাকি তাঁর গানে দারুণ নাচেন। খেলোয়াড় জানান তিনি লুট পুট গায়া গানে নাচতে চান। করলেন ও তাই। শাহরুখ এবং রিংকুকে নাচতে দেখে হেসে খুন বিরাট। বিশেষ করে রিংকুর স্টেপস দেখে বলেই ফেললেন, "কোন রাইডকে নিয়ে নাচছেন স্যার?"

Advertisment

এখানেই শেষ না। এর আগেও বিরাটের সঙ্গে শাহরুখকে পাঠান গানের স্টেপ শিখতে দেখা গিয়েছিল। আর এবার তো, তিনি পুরোটাই নাচলেন। কিং খানের অনুরোধ ফেলতে পারলেন না কোহলি। বরং পুরো পা ফেলে নেচে কাঁপিয়ে দিলেন।  আর এই মুহুর্তের সাক্ষী থাকল গোটা কলকাতা। ম্যাচ শুরু হতে আর কিছু মুহূর্ত। এখন দেখার অপেক্ষা কে জেতেন এই ম্যাচ। এবং ১৮ বছরে আদৌ বিরাট ব্যাঙ্গালোরে ট্রফি নিয়ে যেতে পারেন কিনা সেটাই অপেক্ষার।

KKR SRK RECORD shah-rukh-khan Rinku Singh Virat Kohli RCB