Advertisment
Presenting Partner
Desktop GIF

Shah Rukh Khan: লাল গালিচায় বয়স্ক লোককে ধাক্কা শাহরুখের! ফের বিতর্কে জড়ালেন কিং খান?

SRK in Italy: অভিনেতা, ইতালিতে পৌঁছেই তাঁর ভক্তদের পাগল করে তুলেছেন। নানা বয়সের মহিলারা শাহরুখকে সামনে থেকে দেখে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটি দেখার মত। কিন্তু, অভিনেতা এর পাশাপাশি এমন এক কান্ড করেছেন, যাতে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan in Italy red carpet sided an old man bollywood news

কী বলছেন শাহরুখ খান?

তিনি শাহরুখ খান একথা বারবার তাঁকে প্রমাণ করার দরকার নেই। কারণ, তাঁর উপস্থিতিই সকলকে এত উদ্বেলিত করে তোলে যে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। ইতালিতে তাঁর ভক্ত সংখ্যা কম না। কিন্তু, শাহরুখ যে মাঝে মাঝে নিজের ধৈর্য হারিয়ে ফেলেন সেকথাও অস্বীকার করা যায় না।

Advertisment

অভিনেতা, ইতালিতে পৌঁছেই তাঁর ভক্তদের পাগল করে তুলেছেন। নানা বয়সের মহিলারা শাহরুখকে সামনে থেকে দেখে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটি দেখার মত। কিন্তু, অভিনেতা এর পাশাপাশি এমন এক কান্ড করেছেন, যাতে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। শাহরুখের এহেন আচরণে কারণেই নাকি ভারতের অনেকে তাঁকে পছন্দ করেন না?

শাহরুখ কি ফের তবে তাঁর কোনও ভক্তর সঙ্গে খারাপ কিছু করলেন? নজরে আসছে সেরকম কিছুই। অভিনেতা সাধারণত তাঁর অনুরাগীদের সঙ্গে বেশ ভাল সম্পর্ক বজায় রেখেই চলেন। কিন্তু, ইতালির লাল গালিচায় একজন বয়স্ক মানুষের সঙ্গে যা করলেন শাহরুখ, তারপর যেন বিতর্ক আরও ঘিরে ধরেছে তাঁকে। কিং খান পোজ দিচ্ছিলেন লাল গালিচায়, কিন্তু যেই সেই বয়স্ক মানুষটি এলেন...

তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন শাহরুখ। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা খুব নমনীয়তার সঙ্গেই তাঁকে ধাক্কা দিলেন। কিন্তু তাঁর এই আচরণকে অনেকেই খারাপ নজরে দেখেছেন। তাঁদের কথায়, "আমি শাহরুখকে ভাল ভাবতাম, কিন্তু উনি এতটা খারাপ?" আবার কেউ বললেন, একজন বয়স্ক লোককে ধাক্কা মারলেন? ভাল করলেন?

আসলে কে সেই ব্যক্তি?

শাহরুখ যাকে ধাক্কা দিলেন, তিনি আসলে তাঁর বন্ধুই। সমাজ মাধ্যমে এমনটাই দেখা গেল বাকিদের বলতে। শাহরুখের দলের একজন সদস্য তিনি। আবার কেউ এমনও বললেন, এসব ভুলভাল ভিডিও দেখিয়ে লাভ নেই, সবাই জানেন শাহরুখ কেমন? আবার কেউ এমনও বললেন, শাহরুখকে ভারতের মানুষরা খুব পছন্দ করেন।

উল্লেখ্য, গতবছর অনেকগুলি বিগ হিট দেওয়ার পর শাহরুখ বর্তমানে কিং ছবির শুটিং শুরু করেছেন। অভিনেতা তাঁর মেয়ের সঙ্গে কাজ করছেন এই ছবিতে। সামনে, আরও নতুন ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে ঘোষণা রয়েছে এমনই।

tollywood bollywood Shah Rukh khan Entertainment News
Advertisment