Advertisment

Bollywood-Income tax: সরকারের ঘরে ঢুকল কোটি কোটি, অক্ষয়ের কি হাতখালি? শাহরুখ যে পরিমাণ কর দিলেন শুনলে পিলে চমকে যাবে!

Tax-Bollywood: ২০২২ সালে অক্ষয় সবথকে বেশি কর দিয়ে সংশাপত্র পেয়েছিলেন। আর এবার সেই তালিকাতেই নেই তিনি? রয়েছেন সলমন খান, অজয় দেবগণ এমনকি বিরাট কোহলিও। কিন্তু...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
bollywood tax

Bollywood-Tax: কত কোটি দিলেন শাহরুখ?



 ভারতে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন এমন সেলিব্রিটিদের তালিকা প্রকাশিত হয়েছে এবং শীর্ষে রয়েছেন অভিনেতা শাহরুখ খান। ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, 'জওয়ান' অভিনেতা ৯২ কোটি টাকা কর দিয়েছেন। শাহরুখ খানের পরে রয়েছেন বিজয়, সলমন খান এবং অমিতাভ বচ্চন। ভারতের সবচেয়ে বেশি কর প্রদানকারী তারকা ক্রিকেটার বিরাট কোহলি যিনি ৬৬ কোটি টাকা দিয়েছেন।  

Advertisment

রাজনৈতিক যাত্রা শুরু করার দ্বারপ্রান্তে থাকা বিজয় ৮০ কোটি টাকা কর দিয়েছেন এবং সলমন খান, যাকে সর্বশেষ টাইগার ৩-এ দেখা গিয়েছিল, তিনি ৭৫ কোটি দিয়েছেন। স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১,৫৭৮ কোটি টাকা ঘোষণা করা অমিতাভ বচ্চন ৭১ কোটি টাকা কর দিয়েছেন।

তালিকার পরবর্তী অভিনেতা হলেন অজয় দেবগন, যিনি ৪২ কোটি টাকা কর দিয়েছেন বলে জানা গেছে। অজয় এই বছর দুটি ছবিতে অভিনয় করেছেন, শয়তান এবং ময়দান - এবং শীঘ্রই রোহিত শেঠির পুলিশ ফিল্ম সিংহাম এগেইন ছবিতে দেখা যাবে। তাঁর পরেই রয়েছেন রণবীর কাপুর, যিনি ৩৬ কোটি টাকা কর দিয়েছেন। রণবীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে। এই তালিকা থেকে বাদ পড়েছেন রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট। হৃতিক রোশন এবং কপিল শর্মা যথাক্রমে ২৮ কোটি এবং ২৬ কোটি টাকা কর দিয়েছেন।

কারিনা কাপুরকে শেষ দেখা গিয়েছিল 'ক্রু' ছবিতে, তিনি ২০ কোটি কর দিয়েছেন। এই তালিকায় নেই তার স্বামী, অভিনেতা সাইফ আলী খান। শহীদ কাপুর ১৪ কোটি টাকা দিয়েছিলেন এবং অভিনেতা মোহনলাল ও আল্লু অর্জুনও একই টাকা দিয়েছিলেন। কিয়ারা আদভানি, যিনি একগুচ্ছ ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন, তিনি ১২ কোটি টাকা দিয়েছেন, তারপরে অভিনেতা ক্যাটরিনা কাইফ এবং পঙ্কজ ত্রিপাঠি ১১ কোটি টাকা দিয়েছেন। 'লাল সিং চাড্ডা'র বিপর্যয়ের পর থেকে সিনেমা থেকে বিরতিতে থাকা আমির খান ১০ কোটি দিয়েছেন।

বাদ পড়লেন খিলাড়ি?  

 এর আগে এমন অনেক তালিকায় নাম উঠলেও এ বছর নিখোঁজ ছিলেন অক্ষয় কুমার। ২০২২ সালে অক্ষয় কুমার দেশের 'সর্বোচ্চ করদাতা' হওয়ার জন্য আয়কর বিভাগ থেকে 'সম্মান পত্র' পেয়েছিলেন। এর আগে তিনি আজ তককে বলেছিলেন,  "আমার বাবা আমাকে কর দিতে শিখিয়েছেন। আমি চাই না কেউ আমার বাড়িতে এসে জিজ্ঞাসা করুক আমি টাকা কোথায় লুকিয়ে রেখেছি।" 

shah-rukh-khan Income Tax Act Bollywood Actor Income Tax Akshay Kumar
Advertisment