ধর্ম নিয়ে রাজনীতি, সারা ভারতজুড়ে রাজনীতি এবং ব্ল্যাক পলিটিক্স! শাহরুখের 'জওয়ান' মুক্তি নিয়েও ভয়ঙ্কর শোরগোল। জন্মাষ্টমীর দিন শাহরুখ ছবি রিলিজ করছেন। ফলেই ধর্মীয় কোন্দল তো রয়েছেই।
Advertisment
একথা, অনেকেরই জানা যে শাহরুখ ধর্ম নিয়ে আলোচনা করতে একেবারেই পছন্দ করেন না। বরং তিনি নিজে ইসলাম ধর্মাবলম্বী হয়েও ছেলেমেয়েদের খুব নিরপেক্ষভাবেই বড় করেছেন। শুধু তাই নয়, তাঁর বাড়িতে গণেশ পুজো থেকে দীপাবলি সবকিছুই হয়। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি একেবারেই পছন্দ করেন না শাহরুখ। আর যারা এই কাজ করেন, তাদেরও সহ্য হয়না তাঁর।
'জওয়ান' এর ট্রেলার রিলিজ করেছে আজ। শাহরুখ এর ডায়লগ মন ছুঁয়ে গিয়েছে। কিন্তু রাজনীতিবিদদের নোংরা রাজনীতি নিয়েও আওয়াজ তুলেছেন শাহরুখ। বলেন, "আমি চূড়ান্ত ভাবে বিশ্বাস করি যে রাজনীতিবিদরা ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করে। এবং এটা সবথেকে নিচুস্তরের, ভয়ঙ্কর খারাপ রাজনীতি। একদম উচিত নয়। আমি নিজে জন্মসূত্রে মুসলিম কিন্তু বিয়ে করেছি হিন্দুকে। আমার ছেলেমেয়েরা ওভাবেই বড় হয়েছে। ওরা সব ধর্মকে সম্মান করে।"
এখানেই শেষ না। ভারতজুড়ে, একটা প্রশ্ন মাঝেমধ্যেই শোনা যায়, শাহরুখ তুমি কার? বিশেষ করে তাঁর ধর্ম নিয়ে নানা প্রশ্ন করেন অনেকে। যদিও, শাহরুখ ভীষণ ডিপ্লোম্যাটিক উত্তর দিয়ে থাকেন তাঁর। এবারও, ব্যতিক্রম না! বললেন, "ধর্ম খুব ব্যাক্তিগত বিষয়। তোমার ঈশ্বর এবং তোমার মধ্যে কারওর বলার ক্ষমতা নেই। এটা একটা বিশ্বাসের মত। এটা ভাঙ্গা খুব সহজ।"
উল্লেখ্য, হাতে গুনে আর ৭ দিন। তারপরেই জওয়ান রিলিজ করছে। আজ ট্রেলার লঞ্চের পরেই শোরগোল। শাহরুখের সংলাপ - 'বেটে সে বাত করনে সে পহেলে বাপ সে মিল লিও'... ঝড় তুলেছেন তিনি। একই ছবিতে ভিন্ন রূপ, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড এখন শাহরুখ।