১৭ দিনের মাথায় রেকর্ড ব্রেক-ঐতিহাসিক সাফল্য... শাহরুখের 'পাঠান' বনাম 'জওয়ান'! জিতল কে?

জওয়ানের পাশে ধোপে টিকল পাঠান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pathaan, jawan, jawan box office, pathan box office, shah rukh khan, srk movie, jawan total box office, pathan worldwide collection, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

জওয়ান বনাম পাঠান

রেকর্ড ব্রেকার! শাহরুখ মানেই তাই। নিজের রেকর্ড নিজেই ভাঙছেন কিং খান। একটি ছবিতে কোটি টাকা আয় করছেন। ঠিক তাঁর পরের ছবিতে, সেটিকে ছাপিয়ে চলে যাচ্ছেন। কিং খানের জাদুতে ঊর্ধ্বমুখী বক্স অফিস।

Advertisment

'পাঠান' দিয়ে এবছরের খাতা খুলেছিলেন। আর 'জওয়ান', সেই  আগুন আজও জ্বালিয়ে রেখেছে। বিশ্বজুড়ে, এই ছবির আয় ৯৫৭ কোটি। সকলের বক্তব্য একটাই, শুধু শাহরুখ পারলেন। একা একটি ছবিকে লাভের দিকে টেনে নিয়ে যেতে। তিনি আজও কেন ওয়ান ম্যান মাল্টি স্টারার সেটা বুঝিয়ে দিলেন। পাঠান ছবির রেকর্ড জওয়ান দিয়েই ভাঙলেন। অর্থাৎ?

আরও পড়ুন - ‘শাহরুখের সঙ্গে ডন বানানোর ভিত্তি নেই…’, কেন রণবীর? মুখ খুললেন ফারহান

১৭ দিন পরেও 'জওয়ান' ঝড় বয়ে চলেছে। 'পাঠান' এর তুলনায় প্রথম দিন থেকেই এই ছবির ব্যবসার হাল বেশি। প্রথম রবিবার ৮১ কোটির ব্যবসা, আর শেষ শুক্রবার অর্থাৎ ১৭ দিনের মাথাতেও 'পাঠান'কে টেক্কা দিল 'জওয়ান'। দেশজুড়ে পাঠান রোজগার করেছিল ৫৪৩ কোটি টাকা। তাও বেশ কয়েক দিন চলার পর। কিন্তু 'জওয়ান', ১৭ দিনেই সেই চিত্র বদলে দিল। কিং খান স্টারার এই ছবি, পাঠানের সর্বোচ্চ আয়কে পেছনে ফেলল। শুক্রবার এই ছবি রোজগার করেছে ১৩ কোটি টাকা। অর্থাৎ দেশে ৫৪৬ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

Advertisment

উল্লেখ্য, শাহরুখ 'জওয়ান' ছবির সাফল্যের পর উচ্ছসিত। তিনি মুখ খুলেছিলেন এই প্রসঙ্গে। জানান, মানুষ যে এত ভালবাসবেন সেই বিশ্বাস ছিল। তাঁদের ভালবাসা আজকে এই সাফল্য দিয়েছে তাঁকে। এবছরই, ডিসেম্বরে রাজু হিরানির সঙ্গে জোট বেঁধে 'ডানকী' নিয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, রিলিজ তারিখও জানিয়ে দিয়েছেন। সেই অপেক্ষাতেই দর্শকরা। আর এই ছবিতেই থাকতে চলেছেন ধর্মেন্দ্র।

এখন শুধুই ১০০০ কোটির অপেক্ষা। কবে, হাজারের ক্লাবে পৌঁছতে পারে 'জওয়ান' সেটাই দেখার। এখনও হল জুড়ে প্রায় ৪০% দর্শক উপস্থিতি। তামিলনাড়ু এবং বাংলার বুকে শাহরুখ ক্রেজ মারাত্মক। কেউ কেউ, একবার নয়... ৪-৫ বার দেখে ফেলেছেন এই ছবি।

bollywood Entertainment News jawan SRK Birthday Pathaan