বয়স কোনও বাঁধা মানে না, একথা যেন আরেকবার প্রমাণ করলেন শাহরুখ খান। ৬০ ছুঁই ছুঁই বয়স, শুধু তার টানে গোটা দেশের মানুষ যাচ্ছেন সিনেমাহলে। শুধু তাই নয়, গতকাল কেঁপে গিয়েছে সিনেমাহল।
পাঠানকে টেক্কা দিয়েছে জওয়ান। শাহরুখ ম্যাজিকে ছারখার বলিউড। তিন দিনে বিশ্বজুড়ে ৩৮৪ কোটির ব্যবসা। শুধু তাই নয়, রিলিজের দিন শাহরুখের এই ছবি ব্যবসা করেছে ৭৫ কোটি টাকার। যেখানে পাঠান ছবির ওপেনিং কালেকশন ছিল ৫৩ কোটি। বাণিজ্য বিশ্লেষকরা নজর দিয়ে বসেছিলেন রবিবারের দিকে। রিলিজের পর প্রথম রবিবার, ধামাকা আশা করেছিলেন তাঁরা, আর হলোও তাই।
হিন্দি ভাষায় শুধু নয়, প্যান ইন্ডিয়া স্তরেও সমান জনপ্রিয় শাহরুখের জওয়ান। এর আগে, তিনি কাজ করেছিলেন মাত্র তিনটি দক্ষিণ সম্পর্কিত ছবিতে। কিন্তু অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ। দক্ষিণের তারকারা, বিজয় থেকে অনিরুদ্ধ শাহরুখের ছবিতে নিজেদের রাখতে পেরে বেজায় খুশি। এবার, আসা যাক গতকালের কালেকশন প্রসঙ্গে। সিঙ্গেল ডে, রবিবার আকাশছোঁয়া সাফল্য। একদিনেই ১০০ কোটির কাছাকাছি ব্যবসা জওয়ানের। ৮১ কোটির ব্যবসা করেছে এই ছবি।
আরও পড়ুন - সুইস ব্যাংকের ‘কালো টাকায়’ জোরালো নজর, বাস্তবের ‘রবিনহুড’ হওয়ার ইচ্ছে শাহরুখের?
এইবছর, শাহরুখের দ্বিতীয় ছবি। পাঠান ছবির মাধ্যমেই সিলভার স্ক্রিনে ফিরেছেন তিনি। বছর চারেকের বিরতি, তারপরেই ধুম ধারাক্কা অ্যাকশন নিয়ে ফিরেছেন তিনি। জওয়ান ছবি নিয়ে বেশ আশায় ছিলেন শাহরুখ। হলোও তাই। যেহারে এগিয়ে চলেছে জওয়ান, খুব শিগগিরই গদর ২ কে টেক্কা দিয়ে দেবে এই ছবি।
প্রসঙ্গত, পাঠানকে টেক্কা দিয়েছেন নিজের মহিমাতেই। পিছনে ফেলেছেন আদিপুরুষকেও। বলিউডের অন্দরে কেবল শাহরুখ নামের গুঞ্জন। দক্ষিণ প্রান্ত থেকেও এসেছে শুভেচ্ছাবার্তা। এখনও আরও রেকর্ড ভাঙ্গা বাকি। কিং খান প্রস্তুতি নিচ্ছেন জোরকদমে।