SRK-Kajol Filmfare Awards: শাহরুখ-কাজলের পারফরম্যান্সে জিয়া নস্ট্যাল-মাঝরাত পর্যন্ত নাচের মহড়ায় বাদশা, আর কী চমক ফিল্মফেয়ারে?

Filmfare Awards 2025: শাহরুখ-কাজলের উপস্থিতিতে তৈরি হয়েছিল এক নস্ট্যালজিক মুহূর্ত। ১৭ বছর পর ফের সঞ্চালকের আসনে কিং খান। প্রথমবার এই অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করলেন অনন্যা পাণ্ডে। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে আর কী হল?

Filmfare Awards 2025: শাহরুখ-কাজলের উপস্থিতিতে তৈরি হয়েছিল এক নস্ট্যালজিক মুহূর্ত। ১৭ বছর পর ফের সঞ্চালকের আসনে কিং খান। প্রথমবার এই অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করলেন অনন্যা পাণ্ডে। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে আর কী হল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ফিল্মফেয়ারের খুটিনাটি

Filmfare Awards Night: শনিবার অনুষ্ঠিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। জমকালো এই বিশেষ অনুষ্ঠানে বলিউডের বহু নামজাদা তারকা এক ছাদের নিচে জমায়েত হয়েছিলেন। সিদ্ধান্ত চতুর্বেদী ও কৃতী শ্যাননের পারফরম্যান্স ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের অন্যতম আকর্ষণ। অন্যদিকে শাহরুখ-কাজলের উপস্থিতিতে তৈরি হয়েছিল এক নস্ট্যালজিক মুহূর্ত। এই জুটির আইকনিক মুভি দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কভি খুশি কভি গম এবং কুছ কুছ হোতা হ্যায়-এর মতো জনপ্রিয় ট্র্যাকে মঞ্চ মাতিয়েছেন। 

Advertisment

জাতীয় পুরস্কারজয়ী শাহরুখ খান দীর্ঘ ১৭ বছর পর ফের সঞ্চালকের আসনে, সঙ্গী করণ জোহর। শাহরুখ মানেই কোনও না কোনও বিশেষ চমক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে রাত ৩টের সময় নিজের ছবি থেকে বাছাই করা কিছু জনপ্রিয় গানের হুকস্টেপের মহড়ায় ব্যস্ত। কিং খানের এই একগ্রতা আরও একবার মুগ্ধ করেছে ভক্তদের। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে অত্যন্ত মনযোগ সহকারে শাহরুখ খান লড়কি বড়ি অঞ্জানি হ্যায় গানের হুকস্টেপ প্র্যাকটিস করছেন। উল্লেখ্য, শাহরুখ আহমেদাবাদে রয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা ভেন্যুর বাইরে ভিড় জমিয়েছিলেন। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অগণিত অনুরাগী। 

শাহরুখ খানের সঙ্গে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সম্পর্ক বহু বছরের। এর মধ্যে অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল ১৯৯৯ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। যখন তিনি কুছ কুছ হোতা হ্যায় ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। পুরস্কার গ্রহণের সময় তিনি প্রয়াত যশ চোপড়া ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, জীবনের শুরুতে ব্যর্থ হলেও হাল না ছাড়ার যে উপদেশ যশ চোপড়া তাঁকে দিয়েছিলেন সেই উপদেশ সারাজীবন মেনে চলবেন। 

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে আরও এক চমকের নাম বলি ডিভা অনন্যা পাণ্ডে। প্রথমবার এই অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করলেন চাঙ্কি কন্যা। গুজরাটের ঐতিহ্যবাহী ঝলমলে চানিয়া চোলিতে অনন্যা সত্যিই অপরূপা। গুজরাতের ফেমাস গরবা-র তালে অনন্যার দুর্দান্ত পারফরম্যান্স এই পুরস্কার বিতরণীর রাতকে আরও ঝলমলে করে তুলেছিল। একইসঙ্গে অনন্যা পাণ্ডের জীবনেও এটি একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে রয়ে গেল সে কথা বলাইবাহুল্য। উল্লেখ্য, সিদ্ধান্তও প্রথমবার ফিল্মফেয়ার মঞ্চে পারফর্ম করলেন।  

Filmfare Award Shah Rukh khan