Advertisment

নাক ফেটে চৌচির, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে শাহরুখ, শুটিংয়ে ভয়ঙ্কর চোট পেলেন কিং খান

গলগল করে রক্ত বের হল সুপারস্টারের, অস্ত্রোপচার হল মার্কিন মুলুকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan, srk, pathaan, shah rukh earns in 1 month, shahrukh khan earning, shah rukh khan net worth, ask srk, srk twitter, srk haters, srk news, pathaan, শাহরুখ খান, পাঠান, পাঠান বিতর্ক, এসআরকে, কিং খান, বলিউডের কিং

শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উন্মাদনা

শুটিংয়ে দুর্ঘটনার কবলে সুপারস্টার শাহরুখ খান। বলিউড কিং খান মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। সেই সময় নাকে মারাত্মক চোট পান শাহরুখ। তাঁর ছোট অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisment

খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে শাহরুখের পরের ছবি জওয়ান। তবে সম্প্রতি একটি ছবির শুটিংয়ের জন্য আমেরিকায় রয়েছেন শাহরুখ। সূত্রের খবর, নাকে চোট পাওয়ার পর গল গল করে রক্ত বের হয় তাঁর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালের চিকিৎসকরা তাঁর টিমকে জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। সামান্য একটি অস্ত্রোপচার করা হয়েছে তাঁর নাকের রক্ত বন্ধ করার জন্য। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তিনি ভারতে ফিরেছেন। আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁকে।

আরও পড়ুন ‘মিশন ইম্পসিবল ৭’-কে টেক্কা দেবে ‘জওয়ান’! শাহরুখের ছবি নিয়ে মিলল বিরাট আপডেট

শাহরুখের টিমের তরফে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সুপারস্টারের পরবর্তী ছবি জওয়ানে তামিল তারকা বিজয় সেতুপতি এবং নয়নতারাকে দেখা যাবে। পাঠানের গগমচুম্বী সাফল্যের পর এবছর দ্বিতীয় ছবি আসছে শাহরুখের। প্রত্যাশার পারদ চড়ছে ভক্তদের।

তার আগে শাহরুখের চোটের খবরে ভারত তথা গোটা বিশ্বে তাঁর অগণিত ভক্তের মন ভারাক্রান্ত। মন্নতের বাইরে ভক্তদের জমায়েত হয়েছে। তাঁদের আরাধ্য তারকার শারীরিক সুস্থতার কামনা করতে জড়ো হয়েছেন ভক্তরা।

bollywood Entertainment News jawan SRK Birthday Pathaan
Advertisment