New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/srk.jpg)
শাহরুখের কি শরীর খারাপ?
SRK news: আম্বানিদের অনুষ্ঠানে তাঁর চেহারা এবং পোশাকের কারণে অনেকেই নানা কটাক্ষ করেছেন। শাহরুখের পোশাক দেখে আবার অনেকেই মহব্বতের কথাও উল্লেখ করেছেন।
শাহরুখের কি শরীর খারাপ?
আম্বানিদের প্রি ওয়েডিং ব্যাশ উপলক্ষে তারকারা আগেই পৌঁছেছেন ইতালিতে। কেটি পেরি পারফর্ম করেছেন সেখানে। আর এবার সেখান থেকেই ভাইরাল শাহরুখের ছবি।
চেহারার কী হাল করেছেন কিং খান? আইপিএল এর সময় থেকেই তার রুক্ষ চেহারা বিশেষ করে, লম্বা চুল দেখে অনেকেই নানা মন্তব্য করেছিলেন। এমনকি এও বলেছিলেন, শাহরুখ অসুস্থ কিনা। আহমেদাবাদে ম্যাচের পর হিটস্ট্রোকে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু, সুস্থ হয়ে অভিনেতা ফাইনালে ফেরেন। এমনকি কেকেআর জেতার পর তাঁকে চূড়ান্ত উচ্ছাস করতে দেখা যায়। কিন্তু এবার আম্বানিদের অনুষ্ঠানে তাঁর চেহারা এবং পোশাকের কারণে অনেকেই নানা কটাক্ষ করেছেন। শাহরুখের পোশাক দেখে আবার অনেকেই মহব্বতের কথাও উল্লেখ করেছেন।
রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল শাহরুখের ছবি। শাহরুখের পরনে নীল রঙের ব্লেজার, গলায় সাদা রঙের মাফলার, চোখে চশমা। পাশে দাঁড়িয়ে রয়েছে বেইজ রঙের ক্যসুয়াল শার্ট পরা রণবীর। দুজনে যেন কী কথা বলছেন, সেটাই জানতে উৎসুক বাকিরা।
উল্লেখ্য, শাহরুখের স্টাইল দেখে অনেকেই এমন বলেছেন যে কিং খান কম তাঁকে তো জনি ডেপ লাগছে। আবার কেউ বললেন শাহরুখ নিশ্চই অসুস্থ। আবার কেউ বলেন, এটা কি তাঁর নতুন লুক? কারণ, কিছুদিন আগেই কিং ছবির স্ক্রিপ্ট এক ঝলক দেখেই ভক্তরা অনুমান করেছিলেন যে শাহরুখ হয়তো বা কাজ শুরু করছেন। জুন মাস থেকেই নতুন প্রজেক্টে হাত দেবেন তিনি।