Advertisment

Shah Rukh Khan: শাহরুখের জনপ্রিয়তা বোধহয় এমনই, দুই বিশ্ববিখ্যাত শেফ-ও তাঁকেই অনুকরণে ব্যস্ত...

SRK-Vikas Khanna: অনেকেই মাস্টারশেফ দেখতে বসেন বিকাশের জন্যই। কিন্তু তিনি যে একজন, শাহরুখ খান ভক্ত সে কথা আগে জানতেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan, vikas khanna, gordon ramsey

SRK- কী করছেন দুই শেফ?

বিশ্ব বিখ্যাত এক ভারতীয় রাঁধুনী, যাকে সারা বিশ্বে চেনেন না এমন মানুষ খুব কম আছেন। নিজের রান্নার গুনে মুগ্ধ করেছেন বিদেশের নানা প্রান্তের মানুষদের। বিচারক হিসেবে থাকেন মাস্টারশেফ ইন্ডিয়াতে। তিনি বিকাশ খান্না।

Advertisment

শুধু যে রান্নার মাধ্যমে মুগ্ধতা এনেছেন এমনটা নয়, বরং তার সুন্দর ব্যবহার ও মন কেড়েছে খাদ্য রসিকদের। তার হোটেলে আজ অব্দি যারা যারা গিয়েছেন, তাদের আনন্দের সঙ্গে বসিয়ে খাইয়েছেন বিকাশ। কিন্তু তিনি যে একজন, শাহরুখ খান ভক্ত সে কথা আগে জানতেন? অনেকেই মাস্টারশেফ দেখতে বসেন বিকাশের জন্যই।

তবে এবার সমাজ মাধ্যমের পাতায় তিনি নিজেই জানিয়েছেন, তিনি কিং খানের বড় ভক্ত। শুধু যে মুখে কথা বললেন এমনটাই নয়, বরং কাজেও ঠিক তেমনটাই করে দেখালেন। এবং তাকে সঙ্গ দিলেন আরেক বিশ্ব বিখ্যাত রাঁধুনি, জর্ডান রামসে। দুই শেফ মিলে, শাহরুখের বিখ্যাত পোজে ছবি তুললেন। আর সেই ছবি বিকাশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন...

কি দারুন একটা দিন কাটালাম। জর্ডানের সঙ্গে শুটিংয়ের উপলব্ধি অন্যরকম। এবং অবশ্যই এটি SRK পোজে তোলা একটি ছবি। আমি তো বটেই, তার পাশাপাশি জর্ডান নিজেও শাহরুখের একজন বড় ভক্ত। তিনি এটুকু জানিয়ে দিলেন শুটিং চলাকালীন এই ছবি তুলেছেন তারা।

উল্লেখ্য, একদিকে বিকাশ খান্না যেমন ভারতীয় স্বাদকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তেমনি জর্ডান নিজেও কিন্তু ভারতে এসে এখানকার রান্নাবান্নার পাশাপাশি, মশলাপাতি থেকে শুরু করে পুরনো রান্নাবান্নার ধরন সবকিছুই উপভোগ করে গিয়েছেন। ভারত থেকে শিখে গিয়েই জর্ডান তার নিজস্ব দেশে ভারতীয় খাবার নিয়ে গবেষণা করেন। তার ঝলক মিলেছে বহুবার।

bollywood Shah Rukh khan Entertainment News
Advertisment