Advertisment
Presenting Partner
Desktop GIF

Shah Rukh Khan: আরিয়ানের গ্রেফতারিতে কেন চুপ ছিলেন শাহরুখ? দুঃখ-কষ্টের বেড়াজাল ছিন্ন করে অভিনেতা বললেন...

Shahrukh on Aryaan Khan arrest: ছেলের ওপর রাগ হয়েছিল? নাকি... কিং খান বললেন, জীবনের ভাল সময়েই সব খারাপগুলো হতে হয়। কিছু করার নেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan, Aryan Khan Drugs Case, SRK on Aryan Khan Arrest

Shah Rukh Khan on Aryan Khan Arrest: ছেলের গ্রেফতারিতে মুখ খুললেন শাহরুখ

Aryan Drug Case: শেষ বছরে সিনে ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়েই চর্চা। কারণ, তিনি শাহরুখ খান ( Shah Rukh Khan )। বলিউডের বাদশা দীর্ঘ ৫ বছর পর সিলভার স্ক্রিনে ফিরে একের পর এক ব্লকবাস্টার হিট দিয়েছেন। 'পাঠান' ( Pathaan ), 'জওয়ান' ( Jawan ) এবং 'ডানকি' ( Dunki ), তিনটি সিনেমাই মনে ধরেছে দর্শকদের। কিন্তু ব্যাক্তিগত জীবনে যা ঝড় গিয়েছে তাঁর...

Advertisment

ছেলে আরিয়ান খান ( Aryan Khan Arrest ), যখন গ্রেফতার হন শাহরুখকে একটা কথাও বলতে শোনা যায়নি। তাঁকে নানা লোকে নানা কথায় বিঁধেছেন। কেউ কেউ তাঁর শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ এমনও বলেছেন, শাহরুখ ছেলেকে উচ্ছণে তুলেছিলেন। কিন্তু তাঁকে টু শব্দ করতে শোনা যায়নি। বরং, কিং খান নিজের মত করেই পরিস্থিতিকে সামাল দিয়েছেন। আর এতবছর পর, সেই নিয়েই মুখ খুলেছেন তিনি।

যতই তিনি বলিউডের বাদশা হন না কেন, আর পাঁচটা পরিবারের মতোই সেখানে ইমোশন কাজ করে। ছেলের গ্রেফতারির পর তাঁকে কতকিছু অনুভব করতে হয়েছে জীবনে। শাহরুখ সিনেমা ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বলেন... "আমার সমস্ত ছবি ফ্লপ হতে শুরু করে। শেষ ৪-৫ বছর আমার এবং পরিবারের জন্য খুব অদ্ভুত ছিল। অ্যানালিস্টদের অনেকেই আমায় নিয়ে যা তা বলেছিল। কিন্তু, এখন যে তারা বুর্বকের মত কাজ করেছেন নিশ্চই বুঝতে পারছেন।"

আরও পড়ুন - Raj-Shubhashree: ‘বাবলির’ প্রস্তুতির মাঝেই মেয়ে ইয়ালীনীর প্রথম ঝলক, শুভশ্রীকে কী উপদেশ দিলেন রাজ?

ছেলের গ্রেফতারিতে ভেঙে পড়েন শাহরুখ এবং পরিবার। জেলের বাইরে পাপারাজ্জি, শাহরুখকে দেখলেই তাদের নানা প্রশ্ন কাঁটার মত বিঁধলেও সেদিন শাহরুখ জীবনে শেখা সবথেকে বড় বিষয়কে প্রয়োগ করেছিলেন। অভিনেতা বলেন... "ব্যাক্তিগত জীবনে যা ঘটেছে আমার সঙ্গে সেটা দুঃখজনক এবং আমাকে ভাবিয়েছে। এত কষ্টদায়ক মুহূর্ত কেটেছে যে আমি বলতে বাধ্য হচ্ছি। তবে, একটা জিনিষ যেটা মাথায় ছিল, শান্ত থাকতে হবে। খুব শান্ত থাকতে হবে। নিজের কাজ সততার সঙ্গে করে যেতে হবে। তুমি যখনই দেখবে জীবনে ভাল কিছু ঘটছে হঠাৎ করেই কোথা থেকে একটা এমন কিছু ঘটবে যেটা হিলিয়ে রেখে দেবে সবকিছু। এখানেই শেষ না, তিনি আরও বলেন, কিন্তু আশাহত হলে চলবে না। বরং এখানেই তোমায় সৎ হতে হবে, আশা বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, গতবছর জানুয়ারি থেকে ছবি রিলিজ করা শুরু করেন শাহরুখ। পাঠান, জওয়ান এবং ডানকি। একবছরে তিনটে বিগ রিলিজ। কানাঘুষো, খবর তিনি সামনের দিনে বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চলেছেন। সেখানে একদম ভিন্ন অবতারে তাঁকে দেখা যাবে।

Aryan Khan arrested bollywood Shah Rukh khan Entertainment News Aryan khan
Advertisment