Advertisment

'সত্যি সত্যিই নিজেকে রাজা মনে হচ্ছে...', মেয়ে সুহানার বিশেষ দিনে যা করলেন শাহরুখ!

কী করলেন শাহরুখ, মেয়ের বিশেষ দিনে কিং খান বললেন

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh khan on suhana Khan video shared during Archies promotions

শাহরুখ-সুহানা

মেয়ের পাশে শাহরুখ! কিং খান আবারও প্রমাণ করলেন সন্তানের বিশেষ দিনে কীভাবে পাশে থাকতে হয়। আর্চিস এর বিশেষ অনুষ্ঠানে মেয়ে সুহানার সঙ্গ দিতে গিয়েছিলেন গোটা খান খানদান।

Advertisment

ছোট্ট মেয়ের নতুন শুরু। কথায় বলে, বাবার থেকে বড় চিয়ার লিডার আর কেউ নয়। শাহরুখ সেটাই প্রমাণ করলেন। মেয়ের হাত ধরে এন্ট্রি নিলেন। পরনে আর্চিস লেখা টিশার্ট। কিং খানকে মেয়েকে অনেক কিছু বলতে শোনা গেল। সঙ্গে ছিলেন আরও দুই পুত্র। বাবা হিসেবে যেটুকু দরকার তাঁর বেশি ছিলেন। এদিন, নতুন প্রজন্মকে সঙ্গ দিতে হাজির ছিলেন গোটা বলিউড।

হৃত্বিক সাবা থেকে কাজল, রণবীর দীপিকা, এমনকি আদিত্য অনন্যা...কে নয়? নিউ কামারদের উদ্দেশ্যে সকলেই শুভেচ্ছা জানালেন। কিন্তু কিং খান? মেয়ের হাত ধরে রেড কার্পেটে হাঁটলেন তাও আবার মেয়ের ছবির জন্যই... সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। আর তারপর এক ভক্তের প্রশ্ন.. এই মুহূর্তটা নিয়ে কিছু বলুন?

বিষয় এড়াল না শাহরুখের। কিং খান সেই ভিডিও শেয়ার করে যা লিখলেন, তাতে সুহানার সঙ্গে সঙ্গে দেশের সব মেয়েদের গর্ব হতে হয়। কিং খান মেয়ের সঙ্গে এই অনিন্দ্য সুন্দর মুহূর্ত শেয়ার করে লিখলেন.."আমায় সেই মুহূর্তে এই বিশ্বের রাজা মনে হচ্ছিল।" অভিনেতা যদিও এই কথা তাঁর বিখ্যাত ডায়লগকে মনে রেখেই জানিয়েছেন। ওম শান্তি ওম ছবির এক বিখ্যাত সংলাপ এটি।

প্রসঙ্গত, সুহানা আর্চিস এর পর নাকি, অভিনয় করতে চলেছেন শাহরুখের সঙ্গে একটি ছবিতে। সেখানে তাঁর মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর অন্যদিকে কিং খান ব্যস্ত ডানকী ছবিতে। সামনেই রিলিজ, তাই বেজায় কাজে ব্যস্ত তিনি।

suhana khan SRK Birthday bollywood Entertainment News
Advertisment