পাঠান রিলিজের পর থেকে বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে চরম অসন্তোষ। হিন্দি ছবির দাপটে কোণঠাসা বাংলা ছবি। যে হলে পাঠান চলবে সেখানে আর অন্য কোনও সিনেমা নয়! কেবলমাত্র বাংলাতেই সম্ভব এহেন কাজ? তোপ দেগেছিলেন সিনে ইন্ডাস্ট্রির অনেকেই।
তবে, এবার পাঠান এর পাশে দাঁড়িয়েছেন বাংলা সিনেমার প্রযোজক তথা svf-এর মালিক মহেন্দ্র সোনি। শুধু পাশেই যে দাঁড়িয়েছেন এমনটা নয়, পাঠানের থেকে অনেককিছু শেখার আছে বলেই দাবি করেছেন তিনি। একটি ছবি হিট করানোর জন্য শুধুই হিরো হিরোইন ড্রামা, রোম্যান্স, অ্যাকশন নয় বরং দরকার আরও অনেক কিছুর। বুদ্ধি এবং দক্ষতা কাজে লাগিয়েই পাঠানকে এই জায়গায় দাঁড় করিয়েছেন প্রযোজক আদি চোপড়া। অন্তত এমনটাই মনে করছেন বাংলার এই বিগ বাজেট প্রযোজক। কী বলছেন তিনি?
আরও পড়ুন < শাহরুখের নয়া রেকর্ড! সিঙ্গেল স্ক্রিনে ‘পাঠানে’র সঙ্গে রমরমিয়ে চলছে ‘DDLJ’, >
বললেন, "পাঠানের সাফল্যের সঙ্গে সঙ্গেই বেশ কিছু জিনিষ শেখার আছে। যেমন? আদিত্য চোপড়ার অটুট বিশ্বাস যা প্রশংসার যোগ্য। দীর্ঘদিন ধরে, অসফল হয়েও নিজের নীতি বিসর্জন দেওয়ার কথা একেবারেই তিনি ভাবেন নি। ব্যর্থতার পরেও সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করেছেন। একজন প্রযোজক কীভাবে ফিল্ম মার্কেট বোঝার চেষ্টা করেন, সেটা নিয়ে পর্যালোচনা করা উচিত। প্রমোশন, পেইড প্রমোশন, বিরাট টাকার কলাবরেশন এসবে টাকা খরচ করতে গিয়ে আসল ভাবনাই হারিয়ে যাচ্ছে প্রোডাকশনের। ভাবুন, ভেবে কাজ করুন"।
পাঠান ছবির প্রমোশন উপলক্ষে প্রযোজক আদিত্য চোপড়া অথবা শাহরুখের প্ল্যানিং ছিল একদম ভিন্ন! কোনও বড় টিভি শো নয়, সূপারমল ভিজিট তো দুর, বরং শাহরুখ বাজিমাত করে দেখিয়ে দিলেন #Asksrk এর মাধ্যমে। ফ্যানদের সঙ্গে প্রতিদিন কথোপকথন চালিয়েছেন তিনি। মনি বললেন, "যশরাজের সিনেমা প্রমোশন এবং কৌশলই আজ পাঠান ব্লকবাস্টার হওয়ার অন্যতম কারণ। বহুদিন আগে, তারা দর্শকদের সঙ্গে নিজেদের বেঁধে ফেলেছেন। ছবি রিলিজের ঘোষণা করেছিলেন অনেকদিন আগেই। সিনেমা হলের প্রদর্শকদের সঙ্গে আগে থেকেই তাঁরা চুক্তিবদ্ধ"!
এরপরেও, থামেন নি মনি! পাঠান নতুন প্রজন্মকে এক দুর্দান্ত পাঠ শিখিয়েছে। মনির কথায়, "পাঠানকে ধন্যবাদ! এখন বড়পর্দায় শাহরুখ ম্যাজিক চলছে। তরুণ প্রজন্মকে আবার হলমুখী করেছে পাঠান। দর্শকরা উত্তেজিত। নতুন প্রজন্মকে সিনেমার দুনিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞ থাকব"। একটি ব্লকবাস্টার সিনেমা নিয়ে বাংলার প্রযোজকের এহেন মন্তব্য, অনেকেই সর্মথন করেছেন আবার কেউ কেউ মেনে নিতেও পারেননি। তবে, বেশকিছুদিন ধরেই বাংলার শাহরুখ ফ্যানদের বক্তব্য, পাঠান রিলিজ করবে ২৫ তারিখ একথা অনেকেই জানত। শাহরুখ চার বছর পর ফিরছেন। এই কামব্যাক যে বিরাট আকার নেবে এটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলেই দাবি করেছেন।