Advertisment
Presenting Partner
Desktop GIF

Shah Rukh Khan: শাহরুখ কেন কিং খান? গতকাল হাবেভাবেই অমিতাভ থেকে রজনীকান্ত সকলকে বুঝিয়ে দিলেন...

Shah Rukh Khan-ambani Wedding: সকলের সঙ্গে এতদিন পর দেখা হল শাহরুখের। তাই কুশল বিনিময় তো হবেই। শাহরুখ কিন্তু বড়দের কী করে সম্মান দিতে হয় সেকথা জানেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan polite gesture with amitabh and rajnikant goes viral anant radhika wedding

শাহরুখের দেখে কী শিখতে হয়?

যাকে ছাড়া আম্বানিদের বিয়ে সম্ভব না, সে শাহরুখ খান গতকাল যা করেছেন, তিনি যেন সকলকে শিখিয়ে দিলেন বয়সে বড় এবং সম্মানে বড় ব্যক্তিদের সঙ্গে ঠিক কীরকম আচরণ করা উচিত।

Advertisment

শাহরুখ কেন কিং খান সেটাই আবার প্রমাণিত হল। একেই তো তিনি শেরওয়ানি পরে গ্র্যান্ড এন্ট্রি নিলেন। তাঁকে অনেকদিন পর দেখে আহ্লাদে আটখানা সকলেই। বেশিরভাগ বলছেন, নতুন লুকে তাঁকে বেশ সুন্দর লাগছে। আর শাহরুখ আম্বানিদের অনুষ্ঠানে মানেই সেখানে কিছু না কিছু হবে। একেই তো নিতা আম্বানি তাঁকে দেখলেই জড়িয়ে ধরেন। আর গতকাল...

সকলের সঙ্গে এতদিন পর দেখা হল শাহরুখের। তাই কুশল বিনিময় তো হবেই। শাহরুখ কিন্তু বড়দের কী করে সম্মান দিতে হয় সেকথা জানেন। প্রথমেই তিনি গেলেন, থালাইভা রজনীকান্ত এর কাছে। তাঁর স্ত্রীকে দেখে করজোড়ে প্রণাম করলেন তিনি। রজনীকান্ত দেখে তাঁকে অবাক। তিনিও হাসিমুখে বরণ করে নিলেন শাহরুখকে। তারপর, দেখা গেল শচীনের সঙ্গে হাত মেলাতে।

আরও পড়ুন - Aishwarya Rai Bachchan: ‘সংসারটা এভাবেই পিছলে গেল যে…’, আঁচল খুলে একসার জয়ার! অভিষেকের পাশে পরিবারে ঠাঁই নেই ঐশ্বর্যর!

তবে, সবথেকে বেশি নজর কাড়ল অমিতাভের পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাৎ। বিগ বির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তিনি। তাঁকে জড়িয়ে ধরলেন, এমনকি জয়াকেও প্রণাম করতে দেখা গেল তাঁকে। শাহরুখ খান, যে কিনা গোটা বিশ্বে পরিচিত, তাঁকে এভাবে ঘুরে ঘুরে বর্ষীয়ান অভিনেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যাবে, কল্পনাই করতে পারেননি অনেকে।

কেউ বললেন, এই মানুষটি জানেন কার সঙ্গে কী আচরণ করতে হয়। আবার কেউ বললেন, একজন তারকা সে এতটা নম্র ভদ্র হতে পারে, ভাবা যায়? আবার কারওর কথায়, উনি সত্যিই কিং খান। এত বড় মন যার, সে সত্যিই অসামান্য। আবার কেউ কেউ এমনও বললেন, উনার জীবনে বেশ কিছু সঠিক শিক্ষা রয়েছে, তাই তিনি এরকম।

উল্লেখ্য, গতকাল মুম্বাইতে আম্বানি পরিবারের বিয়েতে বসেছিল চাঁদের হাট! কিম কার্দাশিয়ান থেকে জন সিনা, এমনকি বলিউডের আলোচিত অভিনেতাদের পাশাপশি খেলোয়াড় এবং রাজনীতিবিদের উপস্থিতি ছিল সেখানে।

bollywood Shah Rukh khan amitabh bachchan Entertainment News
Advertisment