/indian-express-bangla/media/media_files/2025/09/23/national-award-srk-2025-09-23-18-24-51.jpg)
শাহরুখের হাতে জাতীয় পুরস্কার
অভিনেতা শাহরুখ খান, তাঁর দীর্ঘ ৩৩ বছরের চলচ্চিত্র জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন। মঙ্গলবার, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এ তিনি ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হন। এই বিভাগে তিনি পুরস্কার ভাগ করে নেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে, যিনি ‘১২ ফেইল’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান অর্জন করেন। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে শক্তিশালী অভিনয়ের জন্য।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিতে মঞ্চে ওঠেন শাহরুখ। কালো পোশাকে উপস্থিত অভিনেতাকে দর্শকেরা উচ্ছ্বাসে অভিবাদন জানান। ‘জওয়ান’, যা অ্যাটলি পরিচালিত এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে গৌরী খান প্রযোজিত। এই ছবি প্রায় বিশ্বব্যাপী প্রায় ১,১৬০ কোটি আয় করে সাম্প্রতিক সময়ের, অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয়েছিল।
Delhi: President Droupadi Murmu confers Superstar Shah Rukh Khan with the National Film Award for the Best Actor in a Leading Role for his film 'Jawan'.
— ANI (@ANI) September 23, 2025
(Source: DD News) pic.twitter.com/g2PnVIfQmv
এরপর মঞ্চে ডাক পড়ে বিক্রান্ত ম্যাসির। নম্রতায় মাথা নত করে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করেন। বিধু বিনোদ চোপড়া পরিচালিত তাঁর ‘১২থ ফেইল’ শুধু সেরা অভিনেতার পুরস্কারই নয়, সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জাতীয় পুরস্কারও অর্জন করে।
অন্যদিকে, শাড়িতে অনবদ্য রূপে আবির্ভূত রানি মুখোপাধ্যায় রাষ্ট্রপতির কাছ থেকে সেরা অভিনেত্রীর সম্মান গ্রহণ করেন। নরওয়েতে সন্তানদের হেফাজতের জন্য সংগ্রামী এক মায়ের চরিত্রে তাঁর হৃদয়স্পর্শী অভিনয় দর্শক ও সমালোচকদের সমানভাবে মুগ্ধ করেছে।
আগস্টে বিজয়ীদের নাম ঘোষণার পর শাহরুখ খান একটি ভিডিও বার্তায় পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, “জাতীয় পুরস্কার কেবল একটি অর্জন নয়, এটি একটি দায়িত্বের স্মারক। এটি আমাকে মনে করিয়ে দেয়, যে আমি যা করি তা গুরুত্বপূর্ণ, এবং আমাকে আরও নিষ্ঠার সঙ্গে সিনেমার সেবা চালিয়ে যেতে হবে।”
এদিনের অনুষ্ঠানে আরও পুরস্কৃত হয়েছেন বিধু বিনোদ চোপড়ার ‘১২থ ফেইল’ (সেরা ফিচার ফিল্ম), ‘কাথাল – আ জ্যাকফ্রুট মিস্ট্রি’ (সেরা হিন্দি চলচ্চিত্র), এবং করণ জোহর প্রযোজিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (সেরা স্বাস্থ্যকর বিনোদন বিভাগ)।