আরিয়ানের সিরিজের নাম প্রকাশের পর হাতজোর করে কী আর্জি শাহরুখের?
Aryan Debut Project On Netflex: প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চলতি বছরের আপকামিং মুভি রিলিজের তালিকা প্রকাশ করল। সেই উপলক্ষে সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল 'নেক্সট অন নেটফ্লিক্স'। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে নিজের কোনও সিনেমার প্রচারে নয়। বড় ছেলে আরিয়ান খানের ডেবিউ সিরিজের প্রচারের মুখ ছিলেন কিং খান। পরিচালক হিসেবে হাতেখড়ি হল আরিয়ানের। 'নেক্সট অন নেটফ্লিক্সের মঞ্চে শাহরুখ বলেন তিনি আরিয়ানকে কী বলেছিলেন। 'যাও বেটা, বাবার মুখ উজ্জ্বল করো।'
Advertisment
সিরিজের নাম প্রকাশের প্রোমোতেই দেখা গেল স্বয়ং শাহরুখকে। ২ মিনিট ১০ সেকেন্ডের প্রোমোয় দেখা গেল, একটি মাত্র সংলাপ বলতে গিয়ে একেবারে নাস্তানাবুদ বাদশা। পরিচালক মহাশয়ের সব প্রচেষ্টাই যেন ব্যর্থ! শাহরুখ যাই করুন, কোনও কিছুই যেন তাঁর পছন্দ হচ্ছে না। এহেন উপদ্রবে রেগে কাঁই শাহরুখ। আরিয়ানকে প্রশ্ন, 'তোমার বাবার রাজত্ব নাকি?' ক্যামেরার আড়াল থেকে মুখ বের করে বড় ছেলের উত্তর, 'হ্যাঁ'। প্রথম বার পর্দায় পিতা-পুত্রের যুগলবন্দি দেখে উচ্ছ্বসিত দর্শক।
বাবা হিসেবে গর্বিত শাহরুখ ছেলের প্রথম কাজ প্রসঙ্গে বলেন, 'আমি আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই। এই সিরিজের অংশ হতে পেরে আমি ধন্য। ওঁরা প্রত্যেকে ভীষ ভাল কাজ করেছে। আমি কয়েকটি সিরিজ দেখেছি। বেশ ভাল লেগেছে। প্রচণ্ড মজা লেগেছে। তাছাড়া আমার কমেডি সিরিজ ভাল লাগে। আমি যদি মজা (জোক) করি তাহলে সবাই রেগে যায়। খারাপ লাগে। তাই এখন আমি মজা করা ছেড়ে দিয়েছি। সেই দায়িত্ব ছেলের কাঁধে দিয়ে বলেছি যাও বেটা বাবার নাম উজ্জ্বল করো।'
Advertisment
'নেক্সট অন নেটফ্লিক্স'-এর অনুষ্ঠানে ছিল সাংবাদিকদের উপচে পরা ভিড়। অনেকদিন পর এমন দৃশ্য দেখে আপ্লুত শাহরুখ। সকলের কাছে কিং খানের আর্জি, বছরের পর বছর ভক্তদের থেকে তিনি যে ভালবাসা পেয়েছেন তাঁর সন্তানরা যাঁরা এই সিরিজের সঙ্গে যুক্ত তাঁরা যেন অন্তত ৫০ শতাংশ পায়। অনুষ্ঠানে গৌরী আর সুহানাকেও নিয়ে এসেছিলেন শাহরুখ। উল্লেখ্য, এই সিরিজে অভিনয় করেছেন সুহানাও। একমাত্র আদুরে কন্যার পোশাক ঠিক করে বাবাক দায়িত্ব পালন করেছেন ড্যাডি কুল শাহরুখ খান। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাপসী পান্নুর সঙ্গে ডাঙ্কিতে শেষ দেখা গিয়েছে শাহরুখকে।