'আমায় ওইসব হিরোদের মাঝে ডাকবেন না...', হিংসার চোটে আমন্ত্রণে সাড়া দিলেন না শাহরুখ!

কী বললেন শাহরুখ খান?

কী বললেন শাহরুখ খান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan, Shah Rukh Khan accident, Shah Rukh Khan surgery, Jawan, shah rukh khan, Shah Rukh Khan news, Shah Rukh Khan update, shah rukh khan bollywood, Shah Rukh Khan update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

শাহরুখের স্বীকারোক্তি!

তারকাদের মধ্যে বুল ফাইট হতেই থাকে। আর সেই লড়াইয়ের একদম শীর্ষে যিনি তিনি শাহরুখ খান। অন্য তারকাদের প্রশংসা করা তো দূর, তিনি তাঁদের সঙ্গে একসঙ্গে বসেন না পর্যন্ত।

Advertisment

সম্প্রতি, একথা স্বীকার করেন তাঁদের এক ঘনিষ্ট। তারকাদের গোল টেবিল বৈঠক বেজায় জনপ্রিয়। আর সেই বৈঠকেই আমন্ত্রণ পান শাহরুখ। কিন্তু, তিনি আসতে নারাজ। স্বভাবতই, তারকাদের একসঙ্গে আনার বিষয়টা মোটেই সহজ নয়। কারওর সময় নেই, আবার কেউ কেউ একে অপরকে সহ্য করতে পারেন না। আবার কেউ তো কথা দিয়েও শুটিংয়ে অন্যত্র পাড়ি দেন। কথার খেলাপ করেন অনেক তারকাই।

কিন্তু শাহরুখ! শাহরুখকে নিয়ে আসা মুশকিলে ছিল এই শোয়ে। কারণ, অন্যান্য অভিনেতাদের সঙ্গে বসে তাদের প্রশংসা করা তাঁর পক্ষে সম্ভব নয়। সোজা বলেছিলেন, "আমায় হিরোদের মধ্যে ডাকবেন না। আমি নায়িকাদের সঙ্গে বসতে রাজি। কিন্তু, হিরোদের সঙ্গে বসে তাঁদের প্রশংসা করা সম্ভব না।" যদিও, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইরফান খান থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আয়ুষ্মান খুরানার মত তারকারা।

Advertisment

উল্লেখ্য, শাহরুখ চিরকালই এহেন সাক্ষাৎ মুলাকাত থেকে দূরে থাকেন। কিন্তু, পুরস্কারের মঞ্চে সঞ্চালক হিসেবে তাঁর ভূমিকা নিদারুণ। সামনেই রিলিজ জওয়ানের। তারপর, ডানকি ছবির দিকে হাত দেবেন তিনি।

bollywood Entertainment News SRK Birthday