Ajay Devgan on SRK-Salman: অজয় দেবগণ, তাঁর নতুন ছবির ট্রেলার লঞ্চে গিয়েই এমন এক ভয়ঙ্কর বিষয়ে মুখ খুলেছেন, যাতে অবাক হতে হয়। অজয়, যিনি নিজেকে সবসময় যেকোনও বিতর্ক থেকে দূরে রাখেন, তাঁকে দেখা গেল এবার শাহরুখ এবং সলমনকে নিয়ে কথা বলতে। দুজনেই কাজলের ভাল বন্ধু। দুজনের সঙ্গেই তাঁর দারুণ সম্পর্ক, এদিকে তাঁর বাড়িতে যদি এই কান্ড হয়, তাহলে অজয় এই কাজ করবেন?
রেড ছবি নিয়ে আসছেন তিনি। অজয় দেবগন এর আগেও বহুবার আইনের রক্ষকদের ভূমিকায় অভিনয় করেছেন। এবার প্রকাশ্যেই তাঁকে দেখা গেল তারকাদের বাড়িতে যদি রেড পরে তাহলে তিনি কী করবেন, এই নিয়ে কথা বলতে। শাহরুখ এবং সলমন দুজনেই কোটি কোটি টাকার মালিক। এর মধ্যে শাহরুখের ছেলের মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল এবং সলমন, যার নিজের বহু অপরাধের সঙ্গে নাম আছে, তাঁদের বাড়িতে রেড পড়ার ঘটনা প্রসঙ্গেই মুখ খুললেন অজয়। স্বভাবে শান্ত অজয়, মাঝে মধ্যে এমন উত্তর দেন, যে উল্টো দিকের মানুষটার কথা বলা বন্ধ হয়ে যায়। এবারও ঠিক তাই হল।
অজয় দেবগণ এবং কাজল - দুজনেরই বেশ পছন্দের মানুষ শাহরুখ এবং সলমন। কাজলের সঙ্গে তো মাঝেমধ্যে নানা শোয়ে মশকরা করতে দেখা যায় তাঁদের। তবে, তাঁদের বাড়িতে যদি রেড পরে তাহলে সত্যিই অজয় এই কাজ করবেন? আর যদি নিজের বাড়িতে পরে? কোনও ঘটনাই এই দুনিয়ায় বিরল নয়। অজয়কে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখ এবং সলমনের বাড়িতে যদি রেড পরে? আপনি কী করে বিষয়টা হ্যান্ডেল করবেন? উত্তরে অজয় কিছুক্ষণ চুপ থেকেই বললেন...
"আমি অফিসার সিনেমায়। বাস্তবে আমি অভিনেতা। ওদের বাড়িতে গিয়ে আমায় নিশ্চই রেড করতে হবে না। কারওর বাড়িতে যদি রেড পরে, তাহলে আমি আমার বাড়িতেই থাকব। হাত পা গুটিয়ে বসে থাকব। আবার উল্টোটাও হতে পারে, আমার বাড়িতেও পড়তে পারে, তখন ওরা নিজেদের বাড়িতে বসে থাকবে। সুতরাং, ম্যানেজ করার কোনও বিষয়ই নেই।" এদিকে, তাঁর উত্তর শুনে তখন হেসে খুন অনেকেই। কেউ কেউ তো বুঝেই উঠতে পারলেন না, যে কী হচ্ছে।
যদিও বা বেশিরভাগই অজয়ের উত্তরের প্রশংসা করেছেন। আবার কেউ বলছেন, বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াতে পারেন তো।