মুম্বইয়ে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে ঋতাভরী চক্রবর্তী
মায়ানগরীর প্রভাবশালী নেতা বাবা সিদ্দিকি। প্রতিবার রমজানে হাইপ্রোফাইল ইফতার পার্টির আয়োজন করেন তিনি। শাহরুখ-সলমন থেকে বলিউডের ডাকসাইটে তারকাদের কে না হাজির থাকেন সেই পার্টিতে? এবারও তার অন্যথা হয়নি। সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমন খানরা। আর সেই রেড কার্পেটেই নজর কাড়লেন বঙ্গকন্যা ঋতাভরী চক্রবর্তী।
Advertisment
বলিপাড়ার খানদের সঙ্গে এক টেবিলে বসেই ইফতার সারলেন অভিনেত্রী। তবে অনুষ্ঠানে নজর কাড়ল শাহরুখ-সলমনদের কোলাকুলি আর একে-অপরের প্রতি 'আদরবাসা'। বিটাউনের এই দুই সুপারস্টার খান, যেখানেই যান না কেন, আসর এক্কেবারে জমিয়ে দেন। বাবা সিদ্দিকি আয়োজিত রবিবারের ইফতার পার্টিতেও তার অন্যথা হল না। প্রভাবশালী নেতার আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রিত ছিলেন বাংলার ঋতাভরীও।
এদিন সকালেই মুম্বইয়ে উড়ে যান অভিনেত্রী। আর সন্ধেয় কালো পোশাকে সিদ্দিকির ইফতার রেড কার্পেটে নজর কাড়লেন। দেখা গেল পূজা হেগড়েকেও। হাসিমুখে সকলেই পোজ দিলেন ক্যামেরার সামনে। কালো শাড়িতে যেন মোহময়ী হয়ে উঠেছিলেন নায়িকা। প্রীতি জিন্টার সঙ্গে ছবিও তোলেন ঋতাভরী।
উল্লেখ্য, বছর খানেক আগে যখন শাহরুখ-সলমনের একবার মনোমালিন্য হয়েছিল, তখন এই বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই তাঁদের মধ্যেকার বরফ গলে। দুই খানের বন্ধুত্ব আজও অটুট। ফি বছর নিয়ম করে এই ইফতার পার্টিতে হাজির থাকেন শাহরুখ-সলমন। এবারও তাঁদের দেখা গেল সেই কালো পোশাকে। একে-অপরকে ইদের শুভেচ্ছা জানিয়ে কোলাকুলিও করলেন। ইনস্টাগ্রামে ভাইরাল হল সেই ভিডিও। যদিও এই ভিডিওকে অনেকেই সলমনের জন্মদিনের ভিডিও বলে দাবি করেছেন।
ভাইরাল ভিডিওতে দেখা গেল, বলিউডের পাঠান ও ভাইজান একে-অপরের হাত ধরে রয়েছেন। তারপর আলিঙ্গন করে ক্যামেরার দিকে চুমু ছুঁড়ে দিলেন কিং খান। এমনকী, গাড়িতে ওঠার সময়ও সলমনকে জড়িয়ে ধরলেন শাহরুখ। তিনি গাড়িতে ওঠার পরও বন্ধু সলমন নিজের গাড়িতে উঠে পার্টি থেকে বেরলেন। আর এমন দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না পাপ্পারাজিরা। ঝলমলে উপস্থিতিতে নজর কাড়লেন 'ফাটাফাটি' নায়িকা ঋতাভরী চক্রবর্তীও।