/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/SRK1.jpg)
শাহরুখের জন্মদিনে মন্নতের বাইরে ভক্তদের ভিড়
২ নভেম্বর। অনুরাগীদের কাছে উৎসবের মতোই। প্রতিবছর এই দিনে মন্নতের সামনে ভীড় করেন অনুরাগীরা। হাতে প্ল্যাকার্ড, ফুল, কেক… শুধুমাত্র শাহরুখকে (Shah Rukh Khan) একঝলক দেখবেন বলে। ভক্তদের নিরাশ করেন না বাদশাও। আজও মন্নতের বাইরে সেই একই ভীড়।
মঙ্গলবার মধ্যরাত থেকেই জনসমুদ্র। মাঝরাতে মন্নতের ব্যালকনিতে এসে দেখা দিয়েছিলেন। বুধবার, জন্মদিনেও (SRK Birthday) তার অন্যথা হল না। পড়ন্ত বিকেলে মন্নতের বারান্দায় এসে দাঁড়ালেন বাদশা। বাইরে অপেক্ষারত জনসমুদ্র তখন উত্তাল। দু হাত নেড়ে সেই সিগনেচার স্টাইলে ধন্যবাদ জানালেন ভক্তদের। ছুঁড়লেন চুমুও। অনুরাগীদের ভিড়ের সঙ্গে সেলফিও তুললেন শাহরুখ খান। সেই ছবি পোস্ট করে অভিনব স্টাইলে ধন্যবাদ জানালেন বলিউড সুপারস্টার।
শাহরুখ লিখলেন, "সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকার আমেজটাই দারুণ। এই ভালবাসার সমুদ্র আমার জন্মদিনে আমাকে ঘিরে রেখেছে। ধন্যবাদ। আমার দিনটাকে এত স্পেশ্যাল করে তোলার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আমি খুব খুশিও। .." তাঁর তোলা সেলফিতেই দেখা গেল মন্নতের বাইরে আছড়ে পড়েছে ভিড়।
It’s so lovely to live in front of the sea…..the sea of love that spreads all around me on my birthday….thank u. Grateful for making me feel so special….& happy. pic.twitter.com/cUjOdqptNu
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2022
<আরও পড়ুন: ব্রেন স্ট্রোক হয়ে ভেন্টিলেশনে ঐন্দ্রিলা শর্মা, আশঙ্কাজনক অভিনেত্রী>
জীবনের ৫৬টা বসন্ত পার করে ফেলেছেন। সিনেপর্দায় দেখা নেই গত চার বছর ধরে। গত ত্রিশ বছরের কেরিয়ারে হাতে গোনা কটা ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। বিতর্ক-সমালোচনা একাধিকবার ঘিরে ধরেছে তাঁকে। তবে কঠিন সময়ে তাঁর টিকে থাকার লড়াই, দাঁতে দাঁত চেপে ময়দানে ফিরে দাঁড়ানোর লড়াই অগণিত ভক্তদের কাছে অনুপ্রেরণা। জীবনদর্শনের আস্ত দলিল। কেরিয়ারের ৩০টা বছর পেরিয়েও আজও তিনি দর্শকদের মনের ‘কিং অফ রোম্যান্স’। রাজ-রাহুল থেকে কবীর খান-মোহন ভার্গব… শাহরুখ অভিনীত চরিত্র বারবার মন কেড়েছে, পর্দায় তাঁর উপস্থিতি বাড়িয়েছে বুকের ধুকপুকানি।
Happy Birthday @iamsrk. #SRKDay! #ShahRukhKhanpic.twitter.com/qTJDLEo9rM
— IamSRKClub (@iamsrkclub) November 2, 2022
‘অভিনেতা শাহরুখের’ থেকেও অনুরাগীদের কাছে আরও বড় ‘মানুষ শাহরুখ’- যিনি কারও দুঃখ দেখলে দু’হাত উজার করে বিলিয়ে দেন অবলীলাক্রমে। আজ সেই বলিউড ইন্ডাস্ট্রির কিং খানের জন্মদিন। ৫৭তে পা রাখলেন শাহরুখ খান। 'ভাই'কে অভিনব স্টাইলে শুভেচ্ছা করণ জোহরের।