আপত্তি করেননি কিং খানও। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একে একে সবার আবদার মেটালেন। ছবি তুললেন। কাউকে বা অটোগ্রাফ দিলেন। পুনের মেট্রোরেলের অফিসে গিয়ে সবার সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দিতে দেখা গেল তাঁকে। এখানেই শেষ নয়, এক ভক্তের সারপ্রাইজে রীতিমতো আপ্লুত অভিনেতা। নিজে ডেকে তাঁর বানানো অভিনব পোস্টারে সই করে দিলেন। কিং খানের সাদা-কালো ছবির ওপর সাঁটানো বিভিন্ন নোটের নম্বরে ফুটে উঠেছে তাঁর জন্মতারিখ। আর সেই পোস্টার দেখে হতবাক কিং খান খোদ। আসলে শাহরুখ বরাবরই ভক্তদের সান্নিধ্য উপভোগ করতে ওস্তাদ।
অ্যাটলির এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন প্রিয়ামণি (Priya Mani), নয়নতারা (Nayanthara), রানা ডগ্গুবতির (Rana Daggubatti) মতো জনপ্রিয় দক্ষিণী তারকারা। কানাঘুষো শোনা যাচ্ছে, কিং খানকে এই ছবিতে এক সিক্রেট এজেন্টের ভূমিকায় দেখা যাবে। পুরোদস্তুর বাণিজ্যিক ছবি। প্রসঙ্গত, পুনেতে আরও এক সপ্তাহ এই সিনেমার শুটিং চলবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন