/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/srk2.jpg)
শাহরুখ পুত্রের জবাব নেই! অ্যাব্রাম এখন সুপারস্টার। তাঁর কীর্তির চোটে বাবা শাহরুখ গর্বিত। ছেলেকে জড়িয়ে ধরে চুমু খেলেন শাহরুখ।
তাইকোণ্ডো চ্যাম্পিয়ন অ্যাব্রাম। বেশ কিছুদিনের প্রশিক্ষণের শেষে নিজের কেরামতি দেখিয়েছে। বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়েই কামাল করেছে সে। সেদিন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শাহরুখ এবং তাঁর পুরো পরিবার। দাদা আরিয়ান, মা গৌরী সকলেই হাজির হয়েছিলেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/image-8.png)
তাইকোণ্ডো প্রশিক্ষক কিরণের কাছেই প্রশিক্ষন নিছেন অ্যাব্রাম। যদিও তিনি ছাড়া বাকি অনেক স্টারকিডরাও সেই দলে রয়েছেন। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন করিনা-সইফের বড়পুত্র তৈমুর আলি খানও। এই প্রতিযোগিতায় তাঁরা যেন একেবারেই তারকা নন, বরং প্রত্যেকেই অভিভাবক। সন্তানদের পাশে দাঁড়িয়ে মুহূর্ত উপভোগ করলেন তাঁরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/image-11.png)
আরও পড়ুন < জন্মদিনে রুকমাকে জড়িয়ে চুমু, রাহুলের বার্থডে পার্টিতে ছিল জমজমাট আয়োজন >
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/image-9.png)
শাহরুখ, আরিয়ান, সইফ-করিনা সকলে একসঙ্গে ছবি তুললেন। শুধু তাই নয়, প্রতিযোগিতা শেষে মেডেল পর্যন্ত তুলে দেওয়া হয় তাঁদের হাতে। শাহরুখ খুশিতে জড়িয়ে ধরলেন ছেলেকে, চুমু খেয়েই সাধুবাদ জানালেন। বাবা হিসেবে এ যেন এক গর্বের বিষয়। গ্রীন বেল্ট অ্যাব্রাম নিজেও ভাসছেন আনন্দে। এত ছোট বয়সে এই প্রাপ্তিযোগ, ফুটছেন খুদে খান।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/image-10.png)
এদিকে, ছেলের বন্ধুদের সঙ্গেও ছবি তুললেন সকলে। বাচ্চারা অংশ নিয়েছেন এটাই তো বিরাট বিষয়। শাহরুখ নিজে হাতেও মেডেল তুলে দিলেন অনেকের হাতে। তৈমুরকে সাপোর্ট করতে উপস্থিত ছিলেন মাসি করিশ্মাও।