scorecardresearch

‘পাত্তাই দেন না! এত দেমাক দেখান কেন?’, কড়া প্রশ্ন শাহরুখ-পুত্র আরিয়ানকে

ফিল্ম স্ক্রিনিংয়ে গিয়ে কটাক্ষের শিকার আরিয়ান খান।

SHAH RUKH KHAN, PATHAAN, Aryan Khan, SRK son, Aryan Khan news, ARYAN TROLLED, শাহরুখ খান, পাঠান, আরিয়ান খান, বলিউডের খবর
কড়া প্রশ্নের মুখে শাহরুখ-পুত্র আরিয়ান খান

মাদককাণ্ডের পর থেকেই লাইমলাইটে কম থাকতে পছন্দ করেন আরিয়ান খান। ভিড়-ভাট্টা এড়িয়েই চলেন। প্রকাশ্যে সচরাচর পার্টি করতেও দেখা যায় না শাহরুখ-পুত্রকে। আর পাপ্পারাজিদের ক্যামেরা দেখলেই শত হস্ত দূরে নিজেকে আড়াল করার চেষ্টা। এবারও সিনেমা দেখতে গিয়ে এরকমই এক ঘটনার সম্মুখীন হলেন আরিয়ান খান। যার জন্য খোঁটাও শুনতে হল শাহরুখ-পুত্রকে।

বাবা শাহরুখ এখন রোজ খবরের শিরোনামে। তাঁর পাঠান বক্সঅফিসে দৌঁড়চ্ছে। ঘুরে দাঁড়িয়েছে বলিউডের ব্যবসা। বছর চারেক বাদে ফিরেও নিজের বাজার দর কীভাবে ধরে রাখতে হয়, সেই মন্ত্র সম্ভবত কিং খানের মুঠোতেই রয়েছে। আর গোটা দেশে যখন বাদশাকে নিয়ে শোরগোল, ঠিক তখনই বাদশা-পুত্রকে কটাক্ষের শিকার হতে হল।

বর্তমানে ওয়েব সিরিজের পরিচালনায় ব্যস্ত আরিয়ান খান। এই কাজ দিয়েই হাতেখড়ি করতে চলেছেন তাঁর ফিল্মি কেরিয়ারে। বলিউড সিনেমা পরিচালনার ইচ্ছে নিয়েই বিদেশে পড়াশোনা করেছেন। সম্প্রতি ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মোহাব্বত’ সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই ভক্তরা ঘিরে ধরেন আরিয়ানকে। এমনকী পাপ্পারাজিরাও লেন্সবন্দি করার সুযোগ ছাড়তে চাননি। তবে কোনওরকম পাত্তা না দিয়েই সকলকে এড়িয়ে সেখান থেকে বেড়িয়ে যান আরিয়ান। এরপরই ধেয়ে আসে কটাক্ষ।

[আরও পড়ুন: আত্মতুষ্টির জায়গাই নেই! ৬০০ কোটির ঘরে দৌঁড়চ্ছে ‘পাঠান’, অন্য ছবির শুটে ব্যস্ত শাহরুখ]

শাহরুখ-পুত্রের উদ্দেশে পাপ্পরাজিরা বলেন, ‘স্যর আপনি কিন্তু ভীষণ এড়িয়ে যান। কোনওরকম পাত্তাই দেন না।’ আর নেটদুনিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘আপনি এত দেমাক দেখান কেন?’ কেউ বা আবার বলেছেন, ‘ভাগ্যিস আপনাদের পাত্তা দেননি।’ কারও উপদেশ, ‘বাচ্চাটাকে একটু একা থাকতে দিন।’ সবমিলিয়ে বাবা শাহরুখের পর এবার তাঁর ছেলে আরিয়ান খানও ফের খবরের শিরোনামে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khan son aryan khan hounded by fans pap saying he ignore them