দীর্ঘ ক’মাসের ছেদ পড়েছিল শুটিং এর। করোনা আবহে কার্যত থমকে গেছিল বলিউড। সিনেমার শুটিং এখনও শুরু না হলেও শুক্রবার থেকে টেলিভিশন শোয়ের শুটিং এর ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া গিয়েছে। আর সেদিনই জুহুতে নিজের ফ্ল্যাট মন্নতের ব্যালকনিতেই দেখা গিয়েছে কিং খানকে। না না, ভক্তকুলকে হাত নাড়াতে ব্যালকনিতে আসেননি বাদশা। এসেছিলেন শুটিং এর জন্যই। ব্যালকনিতে রাখা মস্ত মস্ত সব দৈত্যাকার ক্যামেরা জানান দিয়েছে শুটিং এর কথা।
শুটিংরত শাহরুখের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কীসের শুটিং, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও খবর নেই। বাজিগরের আগামী প্রোজেক্ট নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে শোনা গিয়েছে, তাকে দেখা যাবে বিজ্ঞানী নাম্বি নারায়নের জীবন নিয়ে তৈরি হতে চলা ছবির এক বিশেষ চরিত্রে।
King Khan spotted at his balcony!
Any guesses what’s happening? ????@iamsrk#ShahRukhKhan pic.twitter.com/WYdS5zkJql— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) June 26, 2020
আপাতত দুধের স্বাদ ঘোলে মিটিয়েই স্বান্তনা খুঁজছেন শাহরুখের ভক্তেরা। প্রেক্ষাগৃহে গিয়ে বাদশাহের ছবি দেখা গেল না এখনই। তাই মন্নতের ব্যাল্কনি থেকে তাঁকে দেখেই সুখ!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন