আত্মতুষ্টির জায়গাই নেই! বক্সঅফিসে যখন দুরন্ত গতিতে ছুটছে 'পাঠান'। তখন পরের কাজ গোছাতে ব্যস্ত শাহরুখ খান। একের পর এক ফিল্ম এখন লাইনে। ৪ বছর সিনেপর্দার আড়ালে থেকে অজস্র কটুক্তি, সমালোচনার শিকার হয়েছেন। ফিল্মি কেরিয়ারকে কি বিদায়? আপনার সিনেমা আসছে না কেন?.. এহেন বহু খোঁটা-টিটকিরি শুনতে হয়েছিল। তবে তেইশের শুরুতেই বাদশার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল 'পাঠান'।
রাতারাতি বলিউডের 'গেম চেঞ্জার' হয়ে উঠলেন শাহরুখ খান। এক এবং একমেবাদ্বিতীয়ম শাহরুখ খান। অতিমারী উত্তর পর্বে ডুবতে বসেছিল বলিউডের ব্যবসা। ফাঁকা কোষাগার দেখে মুম্বইয়ের পরিচালক-প্রযোজকরা যখন হাহাকার করছিলেন, ঠিক তখনই হাল ধরলেন কিং খান। একেবারে রাজার মতোই সিংহাসনে প্রত্যাবর্তন। রেকর্ড হিট। পশ্চিমবঙ্গ থেকে পেরু, আজমেঢ় থেকে আমেরিকা.. গোটা বিশ্বে উন্মাদনার পারদ চড়িয়েছেন শাহরুখ।
'পাঠান'-এর ঘরে উগ্রপন্থাদর্শী হিন্দু সংগঠন ঢিল মারলেও সেই ইমারত ভাঙেনি! বরং রেকর্ড গড়ে বলিউডের বক্সঅফিসের গ্রাফ বদলে দিয়েছেন তিনি। এহেন গগনচুম্বী সাফল্যের পর একবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধন্যবাদ জানিয়েছেন তাঁর অনুরাগী এবং গোটা 'পাঠান' টিমকে। আর টুইটার তাঁর নিত্যসঙ্গী। তবে বয়কট, ভাঙচুর.. নিয়ে কোনও কথা বলেননি মন্নত-এর মালিক। তাঁর সিনেমার আয়ের অঙ্ক-ই তাঁর হয়ে সমস্ত জবাব দিয়েছে। নিন্দা, সমালোচনা, নেচিবাচক দিক থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করেন শাহরুখ। তাই তো ছেলে আরিয়ান খান মাদককাণ্ডের পরে সোশ্যাল মিডিয়াতেও কোনও উচ্চবাচ্য করেননি। এবার 'পাঠান' সাফল্যের পর নতুন সূর্যোদয়ের পাঠ দিলেন কিং খান।
<আরও পড়ুন: ব্যবসা বাড়াতে নয়া স্ট্র্যাটেজি, চড়চড়িয়ে দাম কমল ‘পাঠান’-এর টিকিটের, Box Office-এ বাজিমাত!>
গনগনে রোদে পোড়া ছবি দিয়ে ইনস্টাগ্রামে শাহরুখ লিখলেন, "সূর্য একাই পুড়ছিল.. এবার অন্ধকার থেকে বেড়িয়ে আবার জ্বলজ্বল করছে। অসংখ্য ধন্যবাদ সকলকে পাঠানকে উজ্জ্বল করে তোলার জন্য।"
প্রসঙ্গত, অতিমারী উত্তর পর্বে দক্ষিণী সিনেমার সুপারহিট বাজারে বলিউডকে একপ্রকার মাছি তাড়াতে হচ্ছিল। অন্য খান-কাপুর, কুমার, সিং-রা যা পারেননি, তা ৪ বছর পর ফিরেই করে দেখালেন ৫৭ বছরের এই মানুষটি। তিনি শাহরুখ খান। যিনি নবীন প্রজন্মের তারকাদেরও টেক্কা দিচ্ছেন।