Advertisment

ঠাগস অফ হিন্দোস্থান প্রসঙ্গে শাহরুখ খান: কিছু মানুষ ছবিটা নিয়ে ভীষণ রূঢ়

ওপেনিংয়ের দিনে বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভাঙার পর ঠাগস অফ হিন্দোস্থান হলে দর্শক টানতে ব্যস্ত। এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ড্রামায় অভিনয় করেছেন আমির খান, অমিতাভ বচ্চন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওপেনিংয়ের দিনে বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভাঙার পর ঠাগস অফ হিন্দোস্থান হলে দর্শক টানতে ব্যর্থ।

ওপেনিংয়ের দিনে বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভাঙার পর ঠাগস অফ হিন্দোস্থান হলে দর্শক টানতে ব্যর্থ। এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ড্রামায় অভিনয় করেছেন আমির খান, অমিতাভ বচ্চন। প্রত্যাশাপূরণ না হওয়ায় ফ্যানেদের মধ্যে বিক্ষোভ বাড়ছিল। সোশাল মিডিয়ায় তীব্র আক্রমনও করেন তারা। তবে শাহরুখ খানের মতো ছবিটা মনের মতো না হলেও অভিনেতাদের পরিশ্রমকে ছোট না করে তাদের ভাল কাজটা দেখা প্রয়োজন।

Advertisment

টেলিগ্রাফকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিং খান বলেন, ''এই মানুষগুলোই বছরের পর বছর ভাল সিনেমা উপহার দিয়েছেন। একটা ছবি ভালও হতে পারে খারাপও হতে পারে, কেউ বলতে পারে সে দুনিয়ায় সবথেকে ভাল ছবি বানায়। মিস্টার বচ্চন ও আমির খান দর্শককে ক্রমাগত ভাল ছবি দিয়েছেন। বিগত দশ বছরে আমির ও অমিত জির হিন্দি সিনেমা অবদান বিরাট। আজ যদি একটা ছবি প্রত্যাশা পূরণ না করতে পারে তাহলে এতদিনের সমস্ত কৃতিত্ব নষ্ট হয়ে যায়''?

তিনি আরও বলেন, আমার মনে হয় কিছু মানুষ বেশিই রূঢ় হচ্ছেন। এটা হৃদয়বিদারক। এভাবে তাদের আত্মবিশ্বাসে বার বার আঘাত দেওয়ার কোনও মানে হয়না। এনারা প্রত্যেকে অসাধারণ শিল্পী যারা ফিরে আসবেই। কিন্তু আর একটু নম্রভাবে বললেই হয়। আমির ওর কোনও কাজে অবহেলা করেনা। আমি ওকে কুড়ি বছর ধরে চিনি। আর আমির ছাড়া অন্য কেউ যদি বেশি অধ্যাবসায় দিয়ে থাকেন তিনি অমিত জি। একথা আমিরও স্বীকার করবে। সুতরাং, তারা ভাল হৃদয় ও প্রতিভা নিয়ে এসেছেন ছবি বানাতে।

জিরো অভিনেতা ঠাগস অফ হিন্দোস্থানের প্রশংসা করে বলেন অমিতাভ ও আমির নতুন কিছু করার চেষ্টা করছেন। অ্যাডভেঞ্চার ছবি ভারতে শতকের বেশি সময় ধরে হয়নি। অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে শাহরুখের জিরো ছবি মুক্তি পাবেন সামনেই। ছবি এক বামুনের ভূমিকায় কিং খান।

Read the full story in English 

Advertisment