/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/shah-rukh-1.jpg)
সলমন-আমিরের রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'
বক্সঅফিসে অপ্রতিরোধ্য 'পাঠান'। বছর পাঁচেক বিরতির পর এলেন, পারফর্ম করলেন আর দর্শকদের মন জিতে নিয়ে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন শাহরুখ খান। তিনি যে প্রকৃতই বলিউড বাদশা, তা আবারও প্রমাণ করে দিলেন। অতিমারীর পর ডুবতে থাকা বলিউড তাঁর হাত ধরেই আবার খাবি খাবি খেতে খেতে উঠে এল। বিতর্ক, সমালোচনা, রাজনীতি .. সব প্রতিকূলতাকে তুড়ি মেরে উড়িয়ে 'পাঠান' এখন রাজ করছে গোটা বিশ্বে।
মাত্র ৬ দিনেই ৬০০ কোটির বাউন্ডারি ছুঁই-ছুঁই করে বিশ্বের বক্সঅফিসে ভারতীয় চলচ্চিত্রের নামে নয়া মাইলফলক গড়ে দিলেন শাহরুখ। ৫৭ বছরের বুড়ো হাড়ের জোরেই ভেঙে চলেছেন একের পর এক তাবড় বিগ বাজেট হিন্দি, এমনকী দক্ষিণী সিনেমার রেকর্ডও। বলিউডের আরও দুই সুপারস্টার আমির খান, সলমন খানের সব রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে 'পাঠান'।
<আরও পড়ুন: ‘ফোন করে হাতে-পায়ে ধরতে হয়েছে..’, ‘পাঠান’ বয়কট-বিতর্ক নিয়ে বিস্ফোরক শাহরুখ>
বলিউডের খান সাম্রাজ্যে শাহরুখ-ই প্রকৃত বাদশা, বক্সঅফিসের রেকর্ড ব্যবসা তা আবারও মন করিয়ে দিল। ভারতে ৩০০ কোটি টাকা এবং গোটা বিশ্বে ৬ দিনের নীরিখে ইতিমধ্যেই ৫৯১ কোটি টাকার ব্যবসা হাঁকিয়ে ফেলেছেন 'পাঠান'। অতীতের রিপোর্ট বলছে, যা কিনা আমির খানের ২টি সিনেমা ও সলমন খানের ৩টি সিনেমার রেকর্ড ভাঙার পথে। শুধু তাই নয়, সবথেকে দ্রুত ৩০০ কোটির ক্লাবে পৌঁছনোর রেকর্ডও গড়েছে 'পাঠান'।
‘PATHAAN’ FASTEST TO ENTER ₹ 300 CR CLUB…
⭐️ #Pathaan: Day 7
⭐️ #Baahubali2#Hindi: Day 10
⭐️ #KGF2#Hindi: Day 11
⭐️ #Dangal: Day 13
⭐️ #Sanju: Day 16
⭐️ #TigerZindaHai: Day 16
⭐️ #PK: Day 17
⭐️ #War: Day 19
⭐️ #BajrangiBhaijaan: Day 20
⭐️ #Sultan: Day 35#India biz. Nett BOC. pic.twitter.com/xmoBvX0m9g— taran adarsh (@taran_adarsh) January 31, 2023
যেখানে আমিরের সুপারহিট দুই সিনেমা- 'দঙ্গল' ৩৭৪.৫৩ কোটি এবং 'পিকে' ৩৩৭.৭২ কোটি কামিয়েছিল। সেই অঙ্কে সলমন কিছুটা পিছিয়ে 'মিস্টার পারফেকশনিস্টে'র থেকে। ভাইজানের 'টাইগার জিন্দা হ্যায়' ৩৩৯ কোটি, 'সুলতান' ৩০০.৬৭ কোটি এবং 'বজরঙ্গী ভাইজান' ৩১৫.৪৯ কোটি টাকার ব্যবসা করেছে। রেকর্ড মার্জিনের দিক থেকে দেখলে শাহরুখ এক্ষেত্রে আমির-সলমনদের চেয়ে এগিয়ে।