Shah Rukh Khan-Rani: ভক্তদের হৃদয় জয় করলেন শাহরুখ, পুরস্কার মঞ্চে রানির প্রতি বাড়তি যত্নে ভাইরাল কিং খান

শাহরুখ তাঁর “জওয়ান” ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান, আর রানি “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে”-এর জন্য জেতেন সেরা অভিনেত্রীর সম্মান। তবে পুরস্কার জয়ের আনন্দের পাশাপাশি ভক্তদের কাছে বড় আকর্ষণ ছিল একসঙ্গে এই জনপ্রিয় অনস্ক্রিন জুটিকে আবারও দেখা।

শাহরুখ তাঁর “জওয়ান” ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান, আর রানি “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে”-এর জন্য জেতেন সেরা অভিনেত্রীর সম্মান। তবে পুরস্কার জয়ের আনন্দের পাশাপাশি ভক্তদের কাছে বড় আকর্ষণ ছিল একসঙ্গে এই জনপ্রিয় অনস্ক্রিন জুটিকে আবারও দেখা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srk1

ভাইরাল শাহরুখ-রানি...

শাহরুখ খান বারবার প্রমাণ করে আসছেন যে তিনি অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে, সত্যিকারের এক ভদ্রলোক। তিনি পর্দায় এবং পর্দার বাইরে সমানভাবে তাঁর চারপাশের সকল মহিলাকে সম্মান করেন। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খান ও রানি মুখার্জি দু’জনেই প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেন।

Advertisment

 শাহরুখ তাঁর “জওয়ান” ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান, আর রানি “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে”-এর জন্য জেতেন সেরা অভিনেত্রীর সম্মান। তবে পুরস্কার জয়ের আনন্দের পাশাপাশি ভক্তদের কাছে বড় আকর্ষণ ছিল একসঙ্গে এই জনপ্রিয় অনস্ক্রিন জুটিকে আবারও দেখা।

শাহরুখ ও রানির সঙ্গে ছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি বিধু বিনোদ চোপড়া পরিচালিত “১২ ফেল”- ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার শাহরুখের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পুরস্কার গ্রহণের আগে খানিকটা নার্ভাস দেখা গেলেও, মঞ্চে ওঠার আগের তাদের এক অকপট মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল।

Advertisment

Monami Ghosh- Durga Puja: 'কল্কি' তো এমন একজন হবে যে সমস্ত অন্যায়ের বিনাশ করবে: মনামী ঘোষ

অনুষ্ঠান চলাকালীন বারবার নজর কেড়েছেন শাহরুখ। রানির প্রতি তাঁর বাড়তি যত্ন ভক্তদের মন জয় করে নেয়। কখনও তাঁকে রানির শাড়ির আঁচল সামলাতে দেখা গেছে, কখনও আবার মঞ্চে ওঠার আগে তাঁর চুল ঠিক করে দিতে। এমনকি শাহরুখকে রানির গালে স্নেহভরা একটি হালকা চুম্বন দিতেও দেখা গেছে।

এই দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বাসে ভরে ওঠেন। একজন লিখেছেন, “ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।” আরেকজন কুছ কুছ হোতা হ্যায়-এর কথা মনে করিয়ে দিয়ে বলেন, “এক হি তো দিল হ্যায়, কতবার জিতোগে এসআরকে বাবু?” অন্য এক মন্তব্যে শোনা গেল- "তিনি তাঁর চারপাশের মহিলাদের যেভাবে সম্মান করেন, সেটাই আসল পুরুষের পরিচয়।" 

শুধু ভক্তরাই নন, শাহরুখের স্ত্রী ও প্রযোজক গৌরী খান এবং তাঁদের সন্তান সুহানা ও আরিয়ানও সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। গৌরী বিশেষ এক উপহার দেওয়ার কথাও জানান। নিজের ইনস্টাগ্রামে শাহরুখের একটি ছবি শেয়ার করে গৌরী লেখেন, “কী অপূর্ব এই যাত্রা, @iamsrk। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! এর পুরোটাই তোমার প্রাপ্য… এটি তোমার বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। এখন আমি এই পুরস্কারের জন্য একটি বিশেষ ম্যান্টল ডিজাইন করছি।”

rani mukherjee Shah Rukh khan