SRK-Mika: 'নিংড়ে নিয়ে নেবে তোকে..', গৌরির হাত থেকে বাঁচাতে আগেভাগেই মিকাকে সতর্ক করেন শাহরুখ, কিন্তু কেন?

SRK to Mika: মিকাকে বউয়ের হাত থেকে বাঁচতে সতর্ক করেছিলেন তিনি। মিকা বলেন, আমি যেই শাহরুখ ভাইকে বলেছিলাম গৌরি বৌদিকে এই দায়িত্ব দেব, তিনি বলেছিলেন, না ভাই!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mika wanted Gauri Khan to design his 99th house

Mika-SRk: কেন একথা বললেন শাহরুখ? Photograph: (ফাইল চিত্র )

ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান অনন্যা পান্ডে, সিদ্ধার্থ মালহোত্রা সহ অনেক সেলিব্রিটির বাড়ির ডিজাইন করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক মিকা সিং জানান, গৌরী তাঁর মুম্বইয়ের বাড়ির নকশা করেছেন। তবে, তিনি এও জানান যে গৌরী এই প্রজেক্টের দায়িত্ব নেওয়ার আগে তাঁর একটি শর্ত রেখেছিলেন। তিনি মিকাকে বলেছিলেন যে তার ডিজাইন নিয়ে প্রশ্ন করা যাবে না,  মিকা বাধ্য হয়েই সেটি মেনেছিলেন।

Advertisment

গৌরী যাতে শান্তিতে কাজ করতে পারেন, তার জন্য প্রায় দু'বছর তিনি তাঁর কেনা বাড়িতেও যাননি। পিঙ্কভিলার সঙ্গে কথোপকথনে মিকা বলেন, শাহরুখ খুবই দয়ালু, দারুণ বন্ধু। সে আমার ভাইয়ের মতো। তিনি সত্যিই আমাকে অনেক ভালবাসেন, যদিও আমি তাঁর সাথে খুব কম গান করেছি। আমি ওঁকে অনুরোধ করেছিলাম, দয়া করে গৌরী বৌদিকে ইন্টেরিয়র করতে বলুন। ভাল বন্ধুর কাছে এটুকু আবদার করা যায়না? তারপরই, মোক্ষম কথা বলে বসেছিলেন শাহরুখ। 

মিকাকে বউয়ের হাত থেকে বাঁচতে সতর্ক করেছিলেন তিনি। মিকা বলেন, আমি যেই শাহরুখ ভাইকে বলেছিলাম গৌরি বৌদিকে এই দায়িত্ব দেব বলে তিনি বলেছিলেন, না ভাই! তোর সব পয়সা নিংড়ে নিয়ে নেবে। আমায় খামোকা ভয় পাওাচ্ছিলেন তিনি। তারপর আমি বললাম, আপনি বলুন তো,লে না করবেন না। কিন্তু শাহরুখ স্পষ্ট বলেন, এই বিষয়ে তিনি যেন নিজেই কথা বলেন।    

মিকা জানান, গৌরীর সঙ্গে কথা বলার পর তাঁর টিম জায়গাটি দেখতে আসে এবং তারপর গৌরী মিকার সামনে তাঁর দাবি জানান। মিকার কথায়, "গৌরী ম্যামের একটাই দাবি ছিল, আমি যাই করি না কেন, তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। সাধারণত আমি আমার বাড়িতে সবুজ রং ব্যবহার করি না, আমি শুধু বেইজ ব্যবহার করি। আমার সমস্ত বাড়িতে কেবল বাদামী এবং বেইজ রয়েছে। এই বাড়ির মাঝখানে তিনি একটি সবুজ পালঙ্ক যুক্ত করেছেন। ডিজাইন করতে তার প্রায় দুই বছর সময় লেগেছিল এবং আমি কখনও তাকে প্রশ্ন করিনি। তিনি যখন এটি নিয়ে কাজ করছিলেন তখন আমি এটি দেখতে আসিনি, তবে আপনি আমার ধৈর্যের ফলাফল দেখতে পাচ্ছেন। তাই আবারও বলি, 'ধন্যবাদ গৌরী বৌদি, এমন চমৎকার বাড়ির জন্য'।

Advertisment

শাহরুখ খান ও গৌরী খান খুব শিগগিরই মন্নত ছাড়তে চলেছেন। বান্দ্রার পালি হিলে একটি অস্থায়ী বাসভবনে স্থানান্তরিত হবেন তাঁরা।  

Shah Rukh khan Mika Singh Gouri khan