SRK birthday 2025 Unknown facts: শাহরুখের ভক্ত? রইল আপনার জন্য কিং খানের এই অজানা তথ্য যা আর কেউ জানেনা

স্কটল্যান্ডের এডিনবরাহ বিশ্ববিদ্যালয় তাঁকে সমাজসেবা, দাতব্য কাজ ও বিশ্বজুড়ে সিনেমার অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট দিয়েছে। তাই এখন তাঁর নামের আগে যুক্ত হয়েছে “ডক্টর”।

স্কটল্যান্ডের এডিনবরাহ বিশ্ববিদ্যালয় তাঁকে সমাজসেবা, দাতব্য কাজ ও বিশ্বজুড়ে সিনেমার অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট দিয়েছে। তাই এখন তাঁর নামের আগে যুক্ত হয়েছে “ডক্টর”।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan: শাহরুখ খানও মদের ব্যবসা থেকে প্রচুর আয় করেন

জানেন কি শাহরুখ-কে নিয়ে একথা গুলো?

Shah Rukh Khan Unknown Facts: বলিউড স্বপ্নের নগরী। আর এই স্বপ্নের নগরীর রাজা তো একজনই। কিং খান। রাত ফুরোলেই যার ৬০তম জন্মদিন। অনেকে মজা করে বলেন, ঈশ্বর শাহরুখ খানকে পাঠিয়েছিলেন ঠিক সেই সময়ে, যখন তিনি হিন্দি সিনেমা দর্শকদের কাছে আরও জনপ্রিয় করতে চাইছিল। সাধারণ চরিত্রেও শাহরুখ এমনভাবে প্রাণ ঢেলেছেন যে, তাঁর অভিনয় আজও দর্শকের মনে রয়ে গিয়েছে। 

Advertisment

রাজ, রাহুল বা কবির খান, এই নামগুলো শুনলেই এখনও তরুণী থেকে মধ্য বয়ষ্কা মহিলার বুকে ঝড় ওঠে। শাহরুখের সিনেমা মানেই আনন্দ, ভালোবাসা আর একরাশ নস্টালজিয়া। যাদের একাধিক ‘কমফোর্ট মুভি’ আছে, তাদের সেই লিস্টে একটা অন্তত শাহরুখের সিনেমা থাকবেই।

Beloved Star Lawrence Yan: গোপনেই চলে গেলেন অভিনেতা, বয়স হয়েছিল মাত্র ৫৯

Advertisment

শাহরুখ খানের কথা আর রোমান্টিক হাসি কারও অজানা নয়। তাঁর পরিবার, স্ত্রী গৌরী খানের সঙ্গে ভালোবাসার গল্প, বেড়ে ওঠা সবটাই যেন একেবারে সিনেমার মতো। তবে তাঁর সম্পর্কে কিছু তথ্য আছে, যা অনেকেই জানেন না। শাহরুখের ভক্তদের এই অবশ্যই জেনে রাখা উচিত। 

Met Gala 2025: Shah Rukh Khan Says 'Proud to Represent My Country'

যেমন, স্কটল্যান্ডের এডিনবরাহ বিশ্ববিদ্যালয় তাঁকে সমাজসেবা, দাতব্য কাজ ও বিশ্বজুড়ে সিনেমার অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট দিয়েছে। তাই এখন তাঁর নামের আগে যুক্ত হয়েছে “ডক্টর”। আবার মালয়েশিয়াও তাঁকে নাইটহুড খেতাবে সম্মানিত করেছে।

এখানেই শেষ নয় বলিউডের এই “কিং খান” সম্পর্কে আরও কিছু মজার তথ্য রইলো আপনাদের জন্য।

Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হাসিমুখে হিরোর সঙ্গে রোমান্স করতে বাধ্য হন শ্রাবন্তি?

শাহরুখ খানের এক অস্ট্রেলিয়ান ভক্ত প্রতি বছর তাঁর জন্মদিনে চাঁদে একটি করে জমি কেনেন। চাঁদের বিখ্যাত জায়গা “সি অব ট্র্যাংকুইলিটি”-তে তাঁর নামে ইতিমধ্যেই কয়েক একর জমি রয়েছে।

শাহরুখের প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘দিল আশনা হ্যায়’, কিন্তু ছবিটি দেরিতে মুক্তি পাওয়ায় তাঁর প্রথম রিলিজ হয় ‘দেওয়ানা’।

Shah Rukh Khan To Make History With His Met Gala Debut? | Filmfare.com

তাঁর দুটি গাড়িতেই ৫৫৫ নম্বর লেখা। এমনকি তাঁর সব কর্মচারীর ফোনেও তাঁর নম্বর ৫৫৫ নামে সেভ করা আছে। শাহরুখ অন্ধবিশ্বাসী না হলেও ৫৫৫ নম্বরে ভীষণ বিশ্বাস করেন।

ছোটবেলা থেকেই টিভির বিজ্ঞাপন দেখতে খুব ভালোবাসতেন। তাই তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম (Mass Communication) নিয়ে পড়াশোনা করেছিলেন।

Shah Rukh Khan: মাথার ওপর ছিল না ছাদ, খাবারও খাননি ২ দিন, মায়ের মৃত্যুর পরেই কার কাছে রাতের বেলা ছুটে যান শাহরুখ?

গৌরী আর শাহরুখের প্রেমের গল্প যেন একেবারে সিনেমার মতো। ধর্ম, পরিবার, সমাজ—সব বাধা পেরিয়ে তারা একে অপরকে পেয়েছেন। ১৯৯১ সালের ২৬ আগস্ট তারা প্রথমে আদালতে বিয়ে করেন, তারপর নিকাহ, শেষে হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হয়।

 ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, এর স্ক্রিপ্ট তিনি না পড়েই সই করেছিলেন। কারণ তিনি পরিচালক আদিত্য চোপড়ার উপর ভরসা করতেন এবং তাঁকে খুব ভালোবাসতেন।

আগামীকাল শাহরুখ খানের জন্মদিন। তাঁর মতো একজন মানুষ শুধু একজন অভিনেতা নন, তিনি ভালোবাসার, স্বপ্নের আর এক অসীম জাদুর নাম।

Entertainment News Shah Rukh khan