/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/SRK1-1.jpg)
২ নভেম্বর বলিউডের কিং খানের জন্মদিন। আর তাঁর জন্মদিন মানেই বাংলো মন্নতকে ঘিরে যেন এক উৎসব। বিশেষ দিনে প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য, কিংবা শুভেচ্ছাবার্তা দেওয়ার জন্য জন্মদিনের আগের রাত থেকেই মন্নতের সামনে ভিড় জমতে শুরু করে। এরপরের দৃশ্যটা সম্ভবত অনেকেই জানেন। বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে চুমু ছোঁড়েন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর সে কী হইহই কাণ্ড! তবে অতিমারী পরিস্থিতিতে যেখানে সতর্কতা অবলম্বনের জন্য জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে দেশজুড়ে, সেখানে এবার কী আর বলিউড বাদশার জন্মদিনে সেরকম দৃশ্য ধরা পড়বে মন্নতের সামনে? অতঃপর আগেভাগে শাহরুখ নিজেই ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন যে, "ইস বার কা প্যায়ার থোড়া দূর সে ইয়ার", অর্থাৎ তাঁরা যেন এবার আর মন্নতের সামনে ভিড় না জমান, সেই অনুরোধই করেছেন কিং খান।
এক ভক্তই আসলে টুইট করে কিং খানকে জিজ্ঞেস করেছিলেন যে, "এবার জন্মদিনের প্ল্যান কী স্যর? পুলিশ তো এবার আর আমাদের 'জন্নত' (স্বর্গ), মন্নতের সামনে দাঁড়াতে দেবে না!" তাঁর উত্তরেই শাহরুখ সাফ জানিয়ে দিয়েছেন যে, "কেউই ভিড় বা জমায়েতে শামিল হবেন না দয়া করে। আমার জন্মদিনই হোক বা অন্য কিছু! এবারের ভালবাসা খানিক দূর থেকেই জানান।"
দশেরার পর থেকেই ফের ‘AskSRK’ সিজন শুরু করেছেন শাহরুখ খান। যেখানে ভক্তরা ইচ্ছেমতো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন তাঁকে। হাতে এখন সিনেমা নেই। সদ্য শুরু হয়েছে আইপিএল। এবার নাইট রাইডার্সের পারফরম্যান্সও সেরকম তাক লাগানো নয়! দুবাইয়ে দিন কয়েক আগেই সপরিবারে কিং খানকে দেখা গিয়েছে বক্সে বসে খোশ মেজাজে সপরিবারে নাইট বাহিনীদের খেলা দেখতে। অতঃপর ‘AskSRK’ সিজন শুরু হতেই নেটিজেনদের প্রশ্নবাণের মুখে পড়েছেন শাহরুখ খান। আর সেখানেই কিং খানের এক অনুরাগী তাঁকে জন্মদিনের প্ল্যান নিয়ে জিজ্ঞেস করে বসেন। সেখানেই বাদশার উত্তর- "ইস বার কা প্যায়ার থোড়া দূর সে ইয়ার..."
Please I recommend nobody should collect in crowds. My birthday or wherever! Iss baar ka pyaar...thodha door se yaar. https://t.co/hANNv2VU0U
— Shah Rukh Khan (@iamsrk) October 27, 2020