ভক্তের 'ভগবান' শাহরুখ, খড়দহের ক্যানসার আক্রান্ত বৃদ্ধার শেষ ইচ্ছাপূরণ 'বাদশা'র

একবার শুধু চোখের দেখা দেখতে চেয়েছিলেন বৃদ্ধা, ভক্তের জন্য বিরাট উদ্যোগে কুর্নিশ আদায় করলেন শাহরুখ খান।

একবার শুধু চোখের দেখা দেখতে চেয়েছিলেন বৃদ্ধা, ভক্তের জন্য বিরাট উদ্যোগে কুর্নিশ আদায় করলেন শাহরুখ খান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan video called his fan from Khardah

শিবানী দেবীর হাতে রান্না করা মাছের ঝোল আর ভাত খেতে চেয়েছেন শাহরুখ। ছবি-টুইটার

ষাটোর্ধ্ব বয়স। ক্যানসার থাবা বসিয়েছে দেহে। শরীর প্রায় শেষ করে দিয়েছে মারণ কর্কট রোগ। হাতে সময় বেশি নেই। এই অবস্থায় তাঁর শেষ ইচ্ছা ছিল প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখবেন। সেই তারকা আবার যে কেউ না, শাহরুখ খান। শাহরুখকে নিজের হাতে মাছের ঝোলভাত রান্না করে খাওয়াবেন ভেবেছিলেন। খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তীর মনের কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন তাঁর মেয়ে প্রিয়া। নিমেষে ভাইরাল হয় সেই পোস্ট। আর সেই খবর পৌঁছয় মুম্বইয়ের বান্দ্রার মন্নত পর্যন্ত। তার পর…

Advertisment

সাধারণত বিরাট মনের মানুষ শাহরুখ। বলিউড বাদশা কখনও নিজের ভক্তদের নিরাশ করেন না। জন্মদিন হোক বা এমনি কোনও দিন, মাঝরাতেও তাঁকে দেখতে আসা ভক্তদের একঝলক দেখা দেন কিং খান। এবারও তার অন্যথা হল না। মন্নত থেকে সশরীরে না হলেও ভার্চুয়ালি দেখা দিলেন ভক্ত শিবানীদেবীকে। খড়দহে ভিডিও কলে কথা বললেন প্রবীণ ভক্তের সঙ্গে। প্রায় ৪০ মিনিট কথা বললেন মা-মেয়ের সঙ্গে। পাশে থাকার আশ্বাসও দিলেন। জানালেন শীঘ্রই কলকাতায় আসবেন, আর দেখা করবেন শিবানীদেবীর সঙ্গে।

সেই ২০০০ সাল থেকে শাহরুখের ভক্ত শিবানীদেবী। ঘরের সর্বত্র রয়েছে বাদশার ছবি লাগানো। দুরারোগ্য ব্যাধি নিয়েও সিনেমা হলে পাঠান দেখতে গিয়েছিলেন। এমনই ভক্ত তিনি, কিন্তু জীবনের শেষ সময়ে প্রিয় তারকাকে একবার দেখার ইচ্ছা জেগেছিল মনে। মেয়ে প্রিয়ার পোস্ট শাহরুখ খানের ফ্যান ক্লাব ভাইরাল করে দেয়। তার পর তা জানতে পারেন স্বয়ং শাহরুখ।

Advertisment

আরও পড়ুন বলিউড ডেবিউ! ‘মোদীর সঙ্গে দেখা করেছেন?’, শাহরুখের বাড়িতে রাষ্ট্রদূত, ধেয়ে এল প্রশ্ন

শুধু কথা বলাই নয়, জানা গিয়েছে শিবানী দেবীর হাতে রান্না করা মাছের ঝোল আর ভাত খেতে চেয়েছেন শাহরুখ। এমনকী মেয়ে প্রিয়ার বিয়েতেও হাজির থাকবেন বলেছেন তিনি। প্রিয় তারকার কথা শুনে চোখের জল বাঁধ মানেনি শিবানীদেবীর। শাহরুখের সঙ্গে কথা বলে আনন্দে উচ্ছ্বসিত শিবানী এবং তাঁর মেয়ে প্রিয়া।

bollywood viral Entertainment News SRK Birthday