/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/srk-3.jpg)
শাহরুখ
এখন সে যতবড় তারকাই হোক না কেন, একসময় আর পাঁচজন ছাত্রের মত সেও ছিল একজন। নিজের স্কুলে আবারও ফিরলেন শাহরুখ। ঘুরিয়ে দেখালেন স্কুল চত্বর। শুধু তাই নয়, জানালেন নানা কথা।
একই স্কুলের বিল্ডিংয়ে প্রাইমারি থেকে হাই স্কুল সব একসঙ্গেই। শাহরুখের স্মৃতি জুড়ে আজ শুধুই সেসব দিনের গল্প। তিনি বলিউডের বাদশা হলেও যেন পৌঁছে গেলেন সেই ছোটবেলায়। দেখা করলেন স্কুলের কর্মীদের সঙ্গে। সকলকে জড়িয়ে ধরলেন তিনি। শাহরুখকে দেখে উচ্ছ্বসিত তাঁরা নিজেও। কিং খানকে জড়িয়ে ধরলেন সকলে।
আরও পড়ুন < ‘যে কাজে আমার দক্ষতা নেই…’, ইন্ডাস্ট্রিতে পরপর হিট, তাও কেন একথা বললেন জিৎ? >
আরও পড়ুন < বয়স ৮০ পেরলেও ছেলে অভিষেকের সামনে বোকা হয়ে যান অমিতাভ! প্রমাণ দিলেন পরিচালক >
অনেক কিছু পাল্টে গিয়েছে। তাও আজও সেসব ছবিই শাহরুখের চোখের সামনে। কখনও নিজেই সবকিছু খতিয়ে দেখলেন। আবার কখনও তাঁকে বলতে শোনা গেল, "আমাদের এখানের ভীষণ সম্মানীয় একটি স্কুল এটি। খুব কঠোর নিয়ম ছিল। শুধু তাই নয়, চুল ছোট কেটে আসতে হত। একদম টিপটপ থাকতে হত। আর আমার মনে আছে, আমরা এই মাঠে দৌড়ে বেড়াতাম।"
এই যেন কালকের কথা। শাহরুখের সঙ্গে আবেগে ভাসলেন স্কুল কর্তৃপক্ষের সকলেই। তাঁর থেকেও বড় কথা কিং খান নিজে বেজায় উত্তেজিত এই ঘটনায়। বারবার একই কথা বলছেন তিনি, "আমি সত্যিই খুব খুশি যে আজকে এখানে এলাম।"