Jeet on Shah Rukh Khan: শাহরুখের অদ্ভুত আবদার, 'আমার পজিশন খারাপ হত..', কীভাবে কলকাতার বুকে পরিস্থিতি সামাল দিলেন জিৎ?

Jeet on SRK: শাহরুখ কলকাতার মানুষ না, কিন্তু জিৎ নিজেই তো কলকাতার ছেলে। তাঁকে দিয়ে যদি ভুল হত? এই ভয়েই জিৎ যা করলেন... সেকথা নিজেই স্বীকার করলেন। অভিনেতা, এখন দারুণ চর্চায় রয়েছেন কারণ খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে তিনি সকলের মন জয় করে নিয়েছেন…

Jeet on SRK: শাহরুখ কলকাতার মানুষ না, কিন্তু জিৎ নিজেই তো কলকাতার ছেলে। তাঁকে দিয়ে যদি ভুল হত? এই ভয়েই জিৎ যা করলেন... সেকথা নিজেই স্বীকার করলেন। অভিনেতা, এখন দারুণ চর্চায় রয়েছেন কারণ খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে তিনি সকলের মন জয় করে নিয়েছেন…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan wanted to know bangla dance during ipl kkr match , Jeet shared that incident

Jeet and Srk: কী এমন বললেন জিৎ শাহরুখকে নিয়ে? Photograph: (ফাইল চিত্র )

Shah Rukh Khan - Jeet: জিৎ এবং শাহরুখ খান, একসঙ্গে নাচলেন... এবং কিং খানকে সেই নাচ শিখিয়ে দিলেন বাংলার সুপারস্টার নিজেই? নাহলে যে ফেসলস হয়ে যেত! কিন্তু কেন এত নিজের মুখরক্ষার কথা ভাবলেন? অভিনেতা নিজেই জানালেন কী হল সেদিন?

Advertisment

শাহরুখ কলকাতার মানুষ না, কিন্তু জিৎ নিজেই তো কলকাতার ছেলে। তাঁকে দিয়ে যদি ভুল হত? এই ভয়েই জিৎ যা করলেন... সেকথা নিজেই স্বীকার করলেন। অভিনেতা, এখন দারুণ চর্চায় রয়েছেন কারণ খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। অর্জুন মিত্রের প্রশংসায় পঞ্চমুখ সকলে। জিতের অভিনয়ের অন্য দিক দেখার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষ, তাঁর অ্যাকশন দেখে মুগ্ধ। কিন্তু, সেদিন শাহরুখের কাছ থেকে অদ্ভুত এক আবদার শুনেছিলেন তিনি, এমন প্রশ্নের মুখে যা উত্তর দিয়েছিলেন জিৎ...

তখন সদ্য কলকাতা নাইট রাইডার্স এর মালিকানা পেয়েছেন শাহরুখ খান। কলকাতায় এসে তখন কি করবেন যেন বুঝে উঠছে পারছেন না। আর তাঁর মধ্যেই কেকেআর চেন্নাইকে হারিয়ে ফাইনালে ম্যাচ জিতে যাওয়ার আনন্দে সারা মাঠ তখন আনন্দে আত্মহারা। শাহরুখ তখন উপস্থিত ইডেন গার্ডেনে। উপস্থিত ছিলেন টলিউডের অনেকেই। শুধু তাই নয়, তারকাদের তখন নাচতে বলা হয়। আর জিৎ? সেই দলে তিনি নিজেও ছিলেন। শাহরুখের তখন অদ্ভুত আবদার। কীভাবে সামলেছিলেন জিৎ?

Advertisment

অভিনেতা বলেন, "শাহরুখ তখন টলিউডের সব স্টারদের বলছে নাচো। আর আমার কাছে এসে তিনি বলেন, বাংলায় কী করে নাচ করতে হয়। আমি তো অবাক, বাংলায় নাচ করব মানে? বাংলায় আবার আলাদা করে নাচ হয় তো আমি জানতাম না। কিন্তু, আমায় যখন জিজ্ঞেস করেছে কিছু তো একটা বলতে হতই। আমি ভাবলাম যে না, কিছু একটা দেখাতে হবেই। যদি কিছু না বলি, তাহলে আমার ফলস পজিশন। এরপরই আমি নাচ দেখিয়ে দিলাম। যদিও জানি না যে সেটা বাঙালি নাচ ছিল না মাদ্রসি।"

যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে জিৎ এবং শাহরুখ বাঙালি নাচেই করছেন বটে। ঠিক যেমন কীর্তন করতে করতে অনেকেই হাত পা তুলে নাচেন, সেই দৃশ্যই দেখা গিয়েছিল সেদিন স্টেডিয়ামে। সব শেষে শাহরুখ রীতিমতো জড়িয়ে ধরেছিলেন জিৎকে।

Bollywood Actor bollywood KKR jeet Shah Rukh khan