আজ বলিউডের কিং অফ রোমান্সের জন্মদিন। পা দিলেন ৫৫-তে। তবে অন্যান্যবারের মতো এবার মুম্বইয়ের মন্নতের সামনে নেই সেই চেনা ভিড়, উল্লাস। কারণ, আগেভাগেই তো কিং খান অনুরাগীদের উদ্দেশে মন্নতের সামনে জমায়েত না করার নির্দেশ দিয়ে দিয়েছেন। এদিকে আইপিএলের জন্য শাহরুখ (Shah Rukh Khan) এখন দুবাইতে। ময়দানে ব্যাট-বলের দৌড়ে নাইটবাহিনিদের কাছ থেকে পেয়ে গিয়েছেন জন্মদিনের আগাম উপহার। তবে প্রিয় অভিনেতা দেশে নেই বলে কি জন্মদিন পালন করবেন না অনুরাগীরা? সেই ভাবনা থেকেই শাহরুখ-ভক্তদের অভিনব উদ্যোগ। কেউ এই অতিমারী আবহে মাস্ক-স্যানিটাই বিলি করলেন, কেউ বা আবার পথকুকুরদের খাইয়ে জন্মদিন উদযাপন করছেন। আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্তরাই এখন নেটদুনিয়ায় ভাইরাল।
করোনা আবহে ঠিক যেমন দুস্থদের পেট ভরে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন শাহরুখ। চিকিৎসক-নার্সদের সুরক্ষার্থে পিপিই কিট বিলি করেছিলেন, প্রিয় অভিনেতার জন্মদিনে ঠিক তেমনই উদ্যোগ নিয়েছে কিং খানের বেশ কিছু ফ্যান ক্লাব। এসআরকের এক ফ্যান ক্লাব উদয়পুর থেকে ১০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়েছে শুধুমাত্র রাস্তার অভুক্ত প্রাণীদের খাওয়ানোর জন্য। অন্যদিকে শাহরুখের আরও একটি ফ্যান ক্লাব তাঁর জন্মদিন উপলক্ষে ৫,৫৫৫টি কোভিড কিট বিতরণ করেছে। যার মধ্যে মাস্ক, স্যানিটাইজার-সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রয়েছে। কেউ বা আবার অভিনব ডিজাইনের কেক কেটে, পোস্টার ও ব্যানার টাঙিয়েও শাহরুখের জন্মদিন উদযাপন করেছে।
দেখুন সেসব ছবি-