/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/SRK.jpg)
গ্রেফতার আরিয়ান, মন্নতে শাহরুখের সঙ্গে দেখা করতে গেলেন সলমন
Aryan Khan: ক্রুজ মাদক-কাণ্ডে রবিবারই গ্রেফতার হন আরিয়ান খান। শাহরুখ পুত্র-সহ মোট তিন জনকে এদিনই গ্রেফতার করেছে নারকোটিকক্স কন্ট্রোল ব্যুরো। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেফতার করা হয় শাহরুখ-পুত্রকে। জানা গিয়েছে, গ্রেফতারির পর ২ মিনিটের জন্য ফোনে বাবার সঙ্গে কথা বলে কান্নায় ভেঙে পড়েন আরিয়ান। আর এই কঠিন সময়ে বন্ধু শাহরুখের (Shah Rukh Khan) পাশে থাকতে তড়িঘড়ি মন্নতে (Mannat) পৌঁছন সলমন খান (Salman Khan)।
রবিবার গভীর রাতেই শাহরুখের বাড়িতে যান ভাইজান। তবে গোপনীয়তা অবলম্বন করলেও পাপ্পারাজিদের হাত থেকে নিস্তার মেলেনি। শেষমেশ তাঁদের লেন্সবন্দি হন সলমন। কিন্তু মন্নতে গিয়ে শাহরুখের সঙ্গে এই বিষয়ে কী কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভাইজান। প্রসঙ্গত, সলমন-শাহরুখের বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির অনেকেরই জানা। দু'জনেই একে-অপরের একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘকাল ধরেই পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন সলমন-শাহরুখ। তাই রবিবার যখন আরিয়ানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসে, নিজেকে আর বাড়িতে আটকে রাখতে পারেননি ভাইজান। ব্যস্ত শিডিউলের ফাঁকেই পৌঁছে যান মন্নতে। দেখা করে আসনে শাহরুখ-গৌরীর সঙ্গে।
<আরও পড়ুন: মাদক-কাণ্ডে গ্রেফতার আরিয়ান খান! সোমবার পর্যন্ত NCB হেফাজতে শাহরুখ-পুত্র>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/salman.jpg)
সাদা রঙের রেঞ্জ রোভার গাড়ি নিয়ে সলমনকে প্রবেশ করতে দেখা যায় মন্নতে। পরনে ছিল কালো রঙের টি শার্ট। মাথায় টুপি। চোখোমুখে গভীর চিন্তার ছাপ। প্রসঙ্গত, গতকালই আরিয়ানের পাশে দাঁড়িয়ে মুখ খোলেন সুনীল শেট্টি, পুজা ভাটরা।
উল্লেখ্য, আরিয়ান খান বাদে অপর দুই ধৃতের নাম- আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের গতকাল জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এফআইআর দায়ের করা হয় এনসিবির তরফে। এনডিপিসি আইনের ৬৭ ধারায় বয়ান রেকর্ড করা হয়েছে। এনসিবি ৫ অক্টোবর পর্যন্ত তিনজনের হেফাজতে চেয়েছিল। কিন্তু আরিয়ান-সহ বাকিদের সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতে রাখা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন