scorecardresearch

বড় খবর

‘বিশ্বাসঘাতক গৌরী খান’! টাকা ‘নয়-ছয়’, জামিন অযোগ্য FIR দায়ের শাহরুখ-পত্নীর বিরুদ্ধে

ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারি! মামলা দায়ের গৌরী খানের বিরুদ্ধে। পাবেন না জামিনও।

Gauri Khan, Gauri Khan FIR, Shah Rukh Khan, Shah Rukh Khan wife, Gauri Khan legal trouble, Shah rukh Gouri, SRK fan world, SRK, Bollywood news, গৌরী খান, শাহরুখ খান, শাহরুখ গৌরী, গৌরী খান এফআইআর, বলিউডের খবর
শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে দায়ের FIR

বিরাট অঙ্কের টাকা দিয়েও নির্ধারিত সময়ে হাতে পাওয়া যায়নি ফ্ল্যাট। বিশ্বাসঘাতকতার দায়ে এবার শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের হল।

একুশের অক্টোবরে ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের জেরে ভয়ঙ্কর আইনি জটিলতায় পড়তে হয়েছিল শাহরুখ খানের পরিবারকে। কঠিন সময়ে কাটিয়ে মন্নতে আপাতত সুখ-সময় এনে দিয়েছে ‘পাঠান’। রাজার মতো প্রত্যাবর্তন করেছেন কিং খান। তার রেশ কাটতে না কাটতেই এবার ফের আরেকবার মারাত্মক আইনি বিপাকে পড়তে হল খান পরিবারকে। শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় বিশ্বাসঘাতকতার মামলা দায়ের হল।

ঠিক কী ঘটেছে? তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নাম এক রিয়েল এস্টেট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খান। লখনউয়ে সুশান্ত গল্ফ সিটি নামে এক বিলাবহুল প্রজেক্ট হচ্ছিল সেই সংস্থার। যার বিজ্ঞাপনী দূত হিসেবে কাজ করছিলেন গৌরী, যিনি কিনা পেশায় খ্যাতনামা ইন্টিরিয়র ডিজাইনারও। তাঁর ওপর ভরসা করেই ৮৬ লক্ষ টাকার ফ্ল্যাট কেনেন কিরাট যশবন্ত শাহ নামে মুম্বইয়ের এক ব্যক্তি। এরপরই গন্ডগোল..

[আরও পড়ুন: ‘ডাকঘর’ নিয়ে ডামাডোল! বকেয়া টাকা.. পরিচালক-ডিওপি ‘ক্ষেপে লাল’, তোলপাড় টলিউড]

গোটা টাকা সংস্থার হাতে তুলে দিলেও ফ্ল্যাটের চাবি পাননি ওই ব্যক্তি। শেষমেশ বিপাকে পড়ে সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান এবং তুলসিয়ানি কনস্ট্রাকশনের দুই কর্মকর্তা অনিল কুমার ও মহেশ তুলসিয়ানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে গৌরী খান কোনওরকম মুখ খোলেননি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khans wife gauri khan in legal trouble as fir registered against her