শাহরুখ খান বলে কথা, তাঁর ভক্তসংখ্যা অগুন্তি। একঝলক তাঁকে দেখা গেলেও উন্মাদনা সৃষ্টি হয় অনুরাগীদের মধ্যে। ব্যতিক্রম ঘটল না কাশ্মীরেও। খবর ছিল, ডানকি ছবির শুটিং করতেই তিনি কাশ্মীরে গিয়েছিলেন। আর সেখান থেকে ফেরার পথেই…
শাহরুখ শুটিং শেষ করে মুম্বাই ফিরতেই পৌঁছেছিলেন শ্রীনগর বিমানবন্দরে। কিন্তু তাঁকে দেখেই পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যায়। যে যার মত ছবি ভিডিও করতে ব্যস্ত। কিন্তু বেশিরভাগ সময়ই চুপ ছিলেন শাহরুখ। সঙ্গে কী নিরাপত্তারক্ষী ছিল না? বেশিরভাগই প্রশ্ন করেছেন এমন। শাহরুখকে ঘিরে ধরেন ভক্তরা। কেউ একবার ছুঁয়ে দেখে নিচ্ছেন আবার কেউ ক্যামেরাবন্দি করছেন সেই মুহূর্ত।
এত ভিড়েও শাহরুখ যেন কুলুপ এঁটেছেন। তাঁর ভক্তদের দাবি ছিল এমনই ছবি না তুলে যাওয়া যাবে না। তারপরেও বিরক্ত হতে তাঁকে দেখা গেল না। বরং নিরাপত্তারক্ষীদের সহায়তায় সেই ভিড় ঠেলে বেরিয়ে এলেন তিনি। কাশ্মীরে রাজকুমার হিরানি সঙ্গে তাপসী পান্নু এবং ভিকি কৌশল এর সঙ্গেই শুটিং শেষ করে ফিরলেন তিনি। যদিও শাহরুখ অনুরাগীদের অনেকেই ভাল চোখে দেখেন নি গোটা বিষয়।
তাঁদের কথায়, একজন সুপারস্টার কাজ শেষে ফিরছেন তাঁকে এভাবে বিরক্ত করার কোনও অর্থ নেই। পরনে, সাদা গেঞ্জি…কালো জ্যাকেট, চোখে রোদচশমা, সবাইকে এড়িয়ে শাহরুখ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন। শাহরুখকে অনুরোধ করে তাঁর ভক্তরা বলছেন, এমনভাবে একা আর বেরোবেন না! নিজের খেয়াল রাখুন।