/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/srk.jpg)
শাহরুখের মন্তব্য
শাহরুখ খান আবার ফুল ফর্মে! জওয়ান রিলিজের আগে থেকেই তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন কথোপকথন। ফ্যানদের একের পর এক উত্তর দিয়ে চলেছেন।
কখনও, কোনও অনুরাগীকে গাধা বলছেন আবার কখনও বলছেন, জওয়ান হওয়ার জন্য বয়স লাগে না। কিন্তু, অভিনেত্রী নয়নতারাকে নিয়ে কোনও কথাই তিনি বলছেন না। এই প্রথম তিনি দক্ষিণের কোনও অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন। কিন্তু, শাহরুখ নাকি প্রেমে পড়েছেন নয়নতারার! ঘটনা কি সত্যি?
এত সুন্দরী অভিনেত্রী, না হওয়ার কিছুই নেই। কিন্তু শাহরুখ, এপ্রসঙ্গে কী মতামত? অভিনেত্রীকে দেখে প্রেম করতে ইচ্ছে হয় নি শাহরুখের! প্রশ্ন শুনেই মাথায় হাত কিং খানের। বললেন, "মাথা খারাপ নাকি পাগল? দুটো বাচ্চার মা ও!" যদিও, শাহরুখের উত্তরে বেশ মজাই পেয়েছেন অনুরাগীরা।
কিন্তু, তিন বাচ্চার বাবা তো তিনি নিজেও। প্রেমের রাজা হিসেবে তিনি পরিচিত। বিশেষ করে মেয়েদের সঙ্গে অমায়িক ব্যবহার সবসময় মন কাড়ে সকলের। এমনকি হিরোইনদের সঙ্গে তার অমায়িক সম্পর্ক। আজ অবধি তাঁর কারণে, কেউ অদ্ভুত সমস্যার স্বীকার হয়েছেন একথাও জানা যায়নি।