/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/ls-jawan-movie.jpeg)
কত আয় করল এই ছবি?
৫৭ বছর বয়সেও হাড়ে একফোঁটা কমজোরী নেই? অন্তত, সেকথাই আরেকবার প্রমাণ করলেন শাহরুখ খান। অব্যাহত জওয়ান ঝড়। শাহরুখের কাণ্ডে তোলপাড় বলিউড। কিং খান জানিয়ে দিলেন শেষ থেকেই শুরু হয়।
চারবছর আগের সেই শাহরুখ, আর আজকের শাহরুখ, আত্মবিশ্বাস যে মানুষকে বিরাট ভাবে তুলতে পারে সেটা যেন কিং খান আবার প্রমাণ করলেন। একের পর এক রেকর্ড ব্রেক! শাহরুখ ম্যাজিকে তোলপাড় দেশ, বলিউড থেকে দক্ষিণী সিনেমাতেও শাহরুখকে নিয়ে উচ্ছাস, প্রশংসা। অল্লু অর্জুন থেকে রাজামৌলী বাদ পড়লেন না কেউই। ৭০০ কোটি হতে আর করগুনে কিছু সময়।
একদিকে যেমন তারকারা প্রশংসায় ভরিয়েছেন, অন্যদিকে দেশবাসীর নজরে শ্রেষ্ঠ হিসেবে ফের জায়গা করে নিয়েছেন তিনি। ৬৯৬ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। 'গদর ২' ছবিকেও টেক্কা দিয়েছে বহুদিন আগেই। এবছর, তাঁর প্রথম রিলিজ 'পাঠান' আটকে গিয়েছিল ৬০০ কোটির আগেই। কিন্তু, শাহরুখের 'জওয়ান' কাঁপিয়ে দিয়ে গিয়েছে বক্স অফিস।
আরও পড়ুন - ‘জল খাচ্ছি, বেঁচে আছি… এটাই!’ জীবনের সংজ্ঞা পাল্টে গেল মিমির
১০০০ কোটির ক্লাবে কতক্ষনে আসে এই ছবি সেই অপেক্ষায় রয়েছে বেশিরভাগ। বিশেষ করে, একই অঙ্গে ভিন্ন রূপ যে আসলেই সম্ভব, সেটিও শাহরুখের দ্বারা সম্ভব হয়েছে। মানিয়েও গিয়েছে বেশ। বিশ্বজুড়ে, নানা দেশে শাহরুখ আজও রাজ করছেন। আজও, অনুরাগীদের মধ্যে সমান উত্তেজনা। হল জুড়ে পরপর শো।
আরও পড়ুন - ‘আমার লাকি চার্ম…’, রণবীর নয়! শাহরুখ ডাকলে ‘না’ বলতে পারেন না দীপিকা
প্রসঙ্গত, বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন এই সপ্তাহের শনি এবং রবিও ভাল ব্যবসা করবে এই ছবি। সবথেকে বেশি ব্যবসা হয়েছে চেন্নাই শহরে। তারপর, কলকাতায় এবং বিদেশে ছাড়াও বাংলাদেশে বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি।