মন্নতের দরজায় যখন ডেভিড বেকহ্যামের গাড়ি ঢুকছে তখন শাহরুখ নিজে নেমে এসে তাঁকে আপ্যায়ন করেন। ক্যামেরায় ধরা পড়েছিল সেই দৃশ্য। প্রথমবারের মতো ভারতে এসেছিলেন ফুটবল মায়েস্ত্র। আর তারপরই প্রেমে পড়ে গিয়েছেন এদেশের।
Advertisment
ভারতের খাবার, ক্রিকেট, প্রকৃতির সঙ্গে সঙ্গে আর যাকে ভাল না বেসে থাকা যায়না তিনি হলেন শাহরুখ খান। ডেভিডকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিং খান। তার বাড়িতে দুর্দান্ত আতিথেয়তা পেয়ে মুগ্ধ ফুটবল কিংবদন্তি। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ডেভিড। যাতে শাহরুখের বাড়ির সকলের ব্যবহারে কতটা আবেগপ্রবণ তিনি সেটি বোঝা গিয়েছে। লিখছেন...
আমি ধন্য এমন একজন মানুষের বাড়িতে আমন্ত্রণ পেয়ে। শাহরুখ এবং গৌরী তোমাদের বাড়িতে খাওয়াদাওয়া করে দারুণ আনন্দ পেলাম। তোমাদের সন্তানরা কী ভাল। তোমার বাড়ি দিয়েই আমার এবারের ভারত যাত্রা শেষ হল। খুব আনন্দ পেলাম। দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখে বেশ আনন্দ পেয়েছেন সকলে। শুধু তাই নয়। পিছিয়ে রইলেন না বাদশা খোদ। ডেভিডকে দীর্ঘদিন ধরে ভালবেসেছেন তিনি, তাই তো বন্ধুর উদ্দেশ্যে এক বিরাট বার্তা দিলেন।
লিখছেন... একজন জেন্টেলম্যান। আমি এতভাল মানুষ আগে দেখিনি। দীর্ঘদিন তোমার খেলার ভক্ত আমি। তোমার সঙ্গে দেখা করার পর এটুকু বুঝলাম তুমি ফুটবলের মধ্যেই বাস করো। আমার ছেলেমেয়েদের যেভাবে আপন করে নিলে তুমি দারুণ ব্যাপার। তোমার পরিবারের জন্য শুভেচ্ছা। ভাল থাক, সুস্থ থাক। সাবধানে ফিরেছ আশা করি। এবং দয়া করে, একটু ঘুমোও।
উল্লেখ্য, ডেভিড ভারতে এসেছিলেন ইউনেস্কো অ্যাম্বাসেডর হিসেবে। মুম্বাইতে ছিলেন অনেকদিন। খেলা দেখেছেন। সচিন থেকে বিরাট সকলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দেশের মানুষদের ভালবাসার কাছে তিনি মুগ্ধ।