Advertisment
Presenting Partner
Desktop GIF

'আমার ছেলে গায়ত্রী মন্ত্র জানে...', গণেশ পুজোয় হিন্দুত্বের প্রচার শাহরুখের! চটলেন মুসলিমরা

শাহরুখকে তুলোধোনা ইসলাম ধর্মাবলম্বীদের

IE Bangla Entertainment Desk এবং Anurupa Chakraborty
New Update
shah rukh khan, shah rukh khan news, shah rukh khan life,shah rukh khan at ganpati utsav, shah rukh khan ganesh utsav, shah rukh khan ganpati, শাহরুখ খান, গণেশ পুজো, jawan, jawan news, jawan box office, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

শাহরুখের গণপতি দর্শন

শাহরুখের স্টারডম কেমন তা জানতেন না আব্রাম, ছেলের আর্জি রাখতেই একের পর এক সুপারহিট দেওয়ার ভাবনা চিন্তা করেছিলেন শাহরুখ! এবার, অক্ষরে অক্ষরে সেটাই পালন করছেন তিনি।

Advertisment

জওয়ান ছবির সাকসেস পার্টির দিন-ই শাহরুখ জানিয়েছিলেন, চারবছর পর তাঁর কামব্যাক করার রহস্য। এতদিন পর, তিনি ফিরেছেন, আর বক্স অফিস জ্বলছে শাহরুখের নিত্য নতুন অবতারে। ১০০০ কোটির ক্লাবে ঢুকতে আর কিছুমাত্র অপেক্ষা। তবে, গতকাল থেকেই বিতর্ক। শাহরুখের গণেশ বন্দনা দেখে রীতিমতো প্রাণ হাঁসফাঁস করছে ইসলাম ধর্মাবলম্বীদের।

যদিও, শাহরুখের গণেশ পুজো আজ প্রথম না। ধর্ম নিয়ে বেশ ভিন্ন ধারণা রাখেন তিনি। শুধু তাই না, ছেলেমেয়েকে সনাতনী হিন্দু ধর্মের ব্যাখ্যাও তিনি বরাবর দিয়ে এসেছেন। এবার, ছোট ছেলে আব্রামকে নিয়ে গেলেন গণেশ উতসবে। মুম্বইয়ের সবথেকে বড় লালবাগ রাজায় ছেলেকে হাত ধরে নিয়ে গেলেন। শুধু তাই নয়। তাঁকে নিয়ম কানুন বোঝানোর সঙ্গে সঙ্গেই বাপ্পার পুজোও করলেন। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, মেয়ে সুহানাকে নিয়ে বৈষ্ণবদেবী গিয়েছিলেন। এবার ছেলেকে নিয়ে গণপতি বাপ্পার কাছে।

এদিকে, শাহরুখের বাপ্পা-আরাধনা দেখে রেগে আগুন ইসলাম ধর্মাবলম্বীরা। তাঁরা বলেছেন, এও দেখতে হয়? আবার কেউ বললেন, ধর্মের কিছুই রাখলেন না কিং খান। হায় হায়-রেরে করে উঠেছেন মুসলিমরা। তাদের কথায়, একে ঢুকতে দেন কেন? কেউ বললেন, আল্লাহ মাফ করবেন না। উল্টোদিকে, নজর পড়ল ভিন্ন মন্তব্যও। কেউ বলছেন…কেবল যারা হিন্দু ধর্ম নিয়ে বড়াই করেন তাদের ছুঁড়ে মারুন। আবার কেউ বললেন, এই মানুষটা সত্যিই ভালবাসার যোগ্য।

শাহরুখের ছোট ছেলে তাঁর তারকা হওয়ার কোনও প্রমাণ পাননি। সেকারণেই, ছবি হিট করতে উঠে পড়ে লেগেছেন তিনি। গণেশ উৎসবে যেতেই ছেলে বুঝলেন, তাঁর বাবা কেন তারকা। যদিও, মন্নতের বাইরে এভাবে অনেকেই দাঁড়িয়ে থাকেন। কিন্তু, আজ এতবছর পরেও তাঁকে হিন্দু-মুসলিম বলে কাটাছেঁড়া কেন? বহুবছর আগেই জানিয়েছিলেন, আরিয়ান নিদারুণ সুন্দর গায়ত্রী মন্ত্র বলতে পারেন। এমনকি তার দুই ছেলে-মেয়ে নাকি পুজোও করতে পারেন।

tollywood bollywood SRK Birthday Entertainment News
Advertisment