/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/shahid.jpg)
চটলেন শাহিদ
তারকা বলে কি মানুষ নন? নাকি তাদের ধৈর্য্য হারাতে নেই। ঘটনা যাই হোক না কেন, এবার আর নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না তিনি। কারণ?
সঙ্গে ছিলেন স্ত্রী মীরা। একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। এতক্ষণ ঠিক ছিল। কিন্তু এরপরই তাদের কান্ড কীর্তিতে মাথা গরম শাহিদের। এতটাই রাগলেন যে প্রকাশ্যেই বকাবকি করতেও দেখা গেল তাঁকে। শাহিদ কাপুর সবসময়ই, হাসিমুখে সবকিছু সামলে নেন। কারওর সঙ্গেই খারাপ ব্যবহার করতে তাঁকে দেখা যায় না। আর আজ...
আরও পড়ুন - শরীরে বাসা বেঁধেছিল জটিল রোগ! তড়িঘড়ি অস্ত্রোপচার ‘পটল কুমার’ হিয়ার
গাড়ির জন্য যখন অপেক্ষা করছেন তখনই, পাপারাজ্জিদের নিজেদের মতো করেই তাঁর নাম ধরে চিৎকার করতে থাকেন। আর এতেই চটলেন তিনি। সোজা বলতে শোনা গেল, পাগলের চিৎকার কেন করছ? আমি কি পালিয়ে গিয়েছি? এখানেই তো দাঁড়িয়ে আছি। তাহলে চিৎকার কেন? আমি গাড়ি করে চলে গেলে না হয় এটা করো! এগুলো একদম ভাল লাগে না আমার।
শাহিদের আচরণে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। কেউ বললেন, এও বলিউডের সকলের মত আচরণ করছে। আবার কেউ বললেন, পাগল শব্দটা কেন ব্যবহার করবেন। আবার কেউ বললেন, আপনাদের জন্যই দাঁড়ায়।
আবার কেউ কেউ শাহিদের প্রশংসা করলেন। তাঁদের কথায়, এদের জন্য এটাই ঠিক। তারা এগুলো পাওয়ারই যোগ্য। মানুষকে বিরক্ত করবে তো আর কি শুনবে?